ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা

ঝিনাইদহ সদরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জের প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে নারীসহ অন্তত ৫ জন। গেল রাতে সদর উপজেলার দিঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের রেজওয়ান বিশ্বাসের সাথে স্থানীয় আলিম উদ্দিন বিশ্বাসের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। রোববার রাতে রেজওয়ানের সমর্থক তুষারের সাথে আলিম উদ্দিনের সমর্থক মুকুলের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়।

এই নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরে রাতে আলিম উদ্দিনের লোকজন রেজওয়ান বিশ্বাসের সমর্থকদের বাড়িঘরে হামলা ও ভাংচুর করে। বাঁধা দিলে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয় নারীসহ ৫ জনকে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঝিনাইদহ সদও থানা ভারপ্রপ্ত কর্মকর্তা আব্দুলাহ আল মামুন জানান, ছোট একটি ঘটনা কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ড হয়। এখন পরিবেশ স্বাভাবিক।
Comments