জন্মদিনে যেই সেরা উপহারটি পেলেন কোয়েল

আজ ২৮ এপ্রিল। টালিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিকের জন্মদিন। বিশেষ এ দিনটি ব্যক্তিগতভাবে উদ্যাপন করবেন নায়িকা। তবে ভক্তদের জানিয়েছেন, এবারের জন্মদিনে তিনি পেয়েছেন সেরা একটি উপহার।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, ৪৩ তম জন্মদিনে কোয়েল বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি দুদিকেই উদ্যাপন করবেন।
এবারের জন্মদিনে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কোয়েল বলেন, কবীরের (অভিনেত্রীর ছেলে) থেকে সেরা উপহারটা পেয়েছি। রোববার (২৭ এপ্রিল) রাতে আমার সামনে বসে নিজের হাতে একটা কার্ড তৈরি করে বলে, এটাই জন্মদিনে আমায় সারপ্রাইজ দেবে।
কোয়েল আরও বলেন, তাই সকালে উঠে উপহার পেয়ে কবীরকে দেখাতে হয়েছে, সারপ্রাইজ পেয়ে কতটা অবাক আমি। অবশ্য জন্মদিনে সকাল সকাল কার্ডটা হাতে পেয়ে খুব খুশি লেগেছে।
অভিনেতা রঞ্জিত মল্লিক ও তার স্ত্রী দীপা মল্লিকের একমাত্র সন্তান অভিনেত্রী কোয়েল। মেয়ের জন্মদিনে প্রতিবারের মতো এবারও বিশেষ পায়েস তৈরি করবেন। সন্ধ্যায় দুই পরিবারকে সঙ্গে নিয়ে স্বামী ( নিসপাল সিংহ) আর দুই সন্তানকে নিয়ে ঘরোয়াভাবে নিজের জন্মদিন উদ্যাপন করবেন অভিনেত্রী কোয়েল মল্লিক।
Comments