বড় জরিমানার মুখে পন্ত

আইপিএলে রোববার (২৭ এপ্রিল) দিনের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৫৪ রানে হেরেছে রিশভ পন্তের দল লখনৌ। হারের পর জরিমানাও করা হয়েছে লখনৌর অধিনায়ককে।
ওয়াংখেড়েতে প্রথমে ব্যাটিং করে ২১৫ রানের বিশাল পুঁজি পায় মুম্বাই। জবাব দিতে নেমে ১৬১ রানেই অলআউট হয়ে যায় লখনৌ। মুম্বাইয়ের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে পন্তসহ পুরো দলকেই জরিমানা গুনতে হয়েছে। চলতি আসরে দ্বিতীয়বারের মতো স্লো ওভার রেটের কারণে শাস্তি পেল লখনৌ। যার কারণেই জরিমানাটা অনেক মোটা অঙ্কেরই হয়েছে তাদের।
আইপিএলের কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী স্লো ওভার রেটের নিয়ম এ নিয়ে দ্বিতীয়বার ভেঙেছে লখনৌ সুপার জায়ান্টস। তারা সর্বনিম্ন ওভার রেটের নিয়ম ভেঙেছে রিশভ পন্তের দল। দ্বিতীয়বারের মতো নিয়ম ভাঙায় অধিনায়ক পন্তকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
তার পাশাপাশি ইমপ্যাক্ট খেলোয়াড়সহ দলের সবাইকে ম্যাচ ফি'র ২৫ শতাংশ বা ৬ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
আসরটা ভালোভাবেই শুরু করেছিল লখনৌ। তবে শেষ পাঁচ ম্যাচে তিনটিতে হেরে বাজে সময় পার করছে তারা। শেষ দুই ম্যাচেই হেরেছে তারা। ১০ ম্যাচে ৫ জয় ও ৫ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে অবস্থান করছে লখনৌ।
Comments