হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের নতুন কমিটি

১৮ এপ্রিল শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ'র একটি রেস্টুরেন্টের হল রুমে পূর্ব গঠিত আহবায়ক কমিটির দ্বি বার্ষিক সম্মেলনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কার্যকরী কমিটি ২৫-২৬ এর নির্বাচন হয়।
হাটহাজারী সমিতির আহবায়ক মুহাম্মদ শাহাজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জাহেদুল করিম চৌধুরীর সঞ্চালনায়, যুগ্ম আহবায়ক মাওলানা নাছির উদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, যুগ্ম আহবায়ক যথাক্রমে মোঃ রাশেদুল আলম দুলাল, মোহাম্মদ ওসমান, মাওলানা মোহাম্মদ নাছির উদ্দিন, আকবর হোসেন, জবরুল আলম চৌধুরী, মোহাম্মদ বেলালের সার্বিক তত্ত্বাবধানে ২৫-২৬ দু'বছর জন্য স্বতঃস্ফূর্তভাবে এ নির্বাচন হয়।

উক্ত দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচনে সাবেক হাটহাজারী সমিতির কার্যকরী কমিটির কাউন্সিলরসহ সকল নেতা তাদের প্রত্যক্ষ ভোটে আগামী ২৫-২৬ দুই বৎসরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করেন।
হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের সম্মেলন ২০২৫ ইং, আহবায়ক মুহাম্মদ শাহাজাহান চৌধুরীর সভাপতিত্বে, সদস্য সচিব জাহেদুল করিম চৌধুরীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নির্বাচন পর্যবেক্ষক,সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ,আহবায়ক কমিটির সদস্যবৃন্দ, কাউন্সিলর বৃন্দসহ কমিউনিটির গুরুত্বপূর্ণ নেতারা। নির্বাচনে নতুন করে যারা নির্বাচিত হলেন যথাক্রমে,
মুহাম্মদ জমির উদ্দিন (সভাপতি), খোরশেদ মোবারক (সাধারণ সম্পাদক), রুবেল পারভেজ সুমন (সাংগঠনিক সম্পাদক), মো শাহদাত হোসেন সাহেদ (অর্থ সম্পাদক) সহ অন্যরা।
নির্বাচন পরবর্তী নব নির্বাচিত নেতারা তাদের প্রতিক্রিয়ায় সবাইকে নিয়ে হাটহাজারী সমিতির কার্যক্রমকে দেশ ও জাতির কল্যাণে আরো বেগবান করার অভিপ্রায় ব্যক্ত করেন।
Comments