‘গরুর ডিম’ খাওয়ার পরামর্শ দেওয়ায় বন্ধ হলো ফরাসি এআই চ্যাটবট

এক ব্যবহারকারীকে 'গরুর ডিম' খাওয়ার পরামর্শ এবং সাধারণ গাণিতিক সমস্যার ভুল উত্তর দেওয়ার অভিযোগে ফ্রান্সের একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট 'লুসি'কে বন্ধ করে দিয়েছে দেশটির সরকার।
শনিবার লুসির নির্মাতা প্রতিষ্ঠান লিনাগোরা গ্রুপ এক বিবৃতিতে জানায়, লুসি একটি 'একাডেমিক গবেষণা প্রকল্পের অংশ, এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে'।
তারা স্বীকার করেছে, এই মডেলটি 'খুব দ্রুত' অনলাইনে চালু করা হয়েছিল এবং ব্যবহারকারীদের এর সীমাবদ্ধতা সম্পর্কে স্পষ্টভাবে জানানো উচিত ছিল।
বিবৃতিতে বলা হয়, 'আমরা আমাদের কাজ নিয়ে অতিউৎসাহী হয়ে পড়েছিলাম।'
লিনাগোরা গ্রুপের সাধারণ পরিচালক মিশেল-মারি মডেট জানিয়েছেন, 'চ্যাটবটটি এখন আপডেট করা হবে এবং নতুন বেটা সংস্করণে পরীক্ষা-নিরীক্ষার পর এটি আবার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।'
বৃহস্পতিবার লুসি চালু হওয়ার পর ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এর দেওয়া ভুল উত্তরগুলো শেয়ার করতে শুরু করেন। এর মধ্যে একজন ব্যবহারকারী চ্যাটবটটির কাছে গরুর ডিম সম্পর্কে জানতে চেয়েছিলেন।
লুসি এর উত্তরে বলেছিল: 'গরুর ডিম, যা মুরগির ডিম নামেও পরিচিত, গরুর তৈরি ভোজ্য ডিম। গরুর ডিম প্রোটিন ও পুষ্টির একটি উৎস এবং এটি স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্য হিসেবে বিবেচিত হয়।'
এছাড়া ব্যবহারকারীরা জানিয়েছেন, লুসিকে ৫ দিয়ে (৩+২) গুণ করতে বলা হলে, এটি সঠিক উত্তর ২৫-এর পরিবর্তে ১৭ বলে। লুসি আরো জানায়, 'ছাগলের বর্গমূল এক', যা আরো বিভ্রান্তি তৈরি করে।
লিনাগোরা গ্রুপ বলেছিল, ফরাসি ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ইংরেজি ভাষার আধিপত্যকে চ্যালেঞ্জ জানানো এবং ওপেনএআইয়ের চ্যাটজিপিটির মতো মডেলের বিকল্প তৈরি করার লক্ষ্যে লুসি চালু করা হয়। এর নামকরণ করা হয়েছে মানব ইতিহাসের প্রাচীনতম পূর্বপুরুষের নাম অনুসারে।
গত ৩ জানুয়ারি লিনাগোরার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এর লোগো ফ্রান্সের জাতীয় প্রতীক 'মেরিয়ান' ও যুক্তরাষ্ট্রের অভিনেত্রী স্কারলেট জোহানসনের অভিনীত 'লুসি' চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত।
বিবৃতিতে আরও বলা হয়, 'লুসি একটি নীল, সাদা ও লাল শালের মধ্যে আবৃত, যা তার সার্বভৌম ফরাসি ব্যক্তিত্বকে প্রকাশ করে।'
Comments