আইসিইউ থেকে বের হয়ে কেমন আছেন সৃজিত?

ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় শ্বাসকষ্টের কারণে। পরে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নিয়ে যান। শ্বাসকষ্টের সঙ্গে মাথা ঘোরানোর সমস্যাও ছিল তার।
শনিবার (১৯ এপ্রিল) সকাল থেকে নানা রকম পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা আশ্বস্ত করেছেন, এখন ভালো আছেন সৃজিত। পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল।
রক্তে অক্সিজেনের মাত্রা, রক্তচাপ ইত্যাদি নির্ধারিত মাত্রার মধ্যেই রয়েছে বলে জানা যাচ্ছে। সম্ভবত, 'প্যানিক অ্যাটাক'-এর কারণে আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এখনো পর্যবেক্ষণে রয়েছেন পরিচালক। তবে ঠিক কত দিন তাকে হাসপাতালে থাকতে হবে, তা এখনো জানা যায়নি।
সম্প্রতি মুক্তি পেয়েছে সৃজিত পরিচালিত ছবি 'কিলবিল সোসাইটি'। পরমব্রত চট্টোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায় অভিনীত এই ছবি রমরমিয়ে চলছে প্রেক্ষাগৃহে। ছবিমুক্তির পর বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে দর্শকের প্রতিক্রিয়া দেখতে পৌঁছে গিয়েছিলেন সৃজিতও।
Comments