ঠাকুরগাঁওয়ে যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

একটি সুন্দর এবং স্বাস্থ্যকর ঠাকুরগাঁও গড়ার প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা শাখা।
বৃহস্পতিবার সকাল থেকে বি.আখড়া সৈয়দপুর মডেল সারকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা ডক্টরস এসোসিয়েশন অব বাংলদেশ (ড্যাব) এর সহযোগিতায় এই ক্যাম্প করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা যুবদলের আহব্বায়ক আবু হানিফ মুক্তা, সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ সহ যুবদলের সদস্যরা।
দিনব্যাপী ফ্রি মেডিকেল টিমে ১২ জন চিকিৎসক প্রায় দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। সেই সাথে বিভিন্ন পরমার্শও দেন।
আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানালেন যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান।
Comments