পটুয়াখালীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের পশ্চিম হেতালিয়া ব্রীজ থেকে হাওলাদার বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীসহ এলাকাবাসী। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে ১৭৪ নং পশ্চিম হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ৫ বছর ধরে পশ্চিম হেতালিয়া ব্রীজ থেকে হাওলাদার বাড়ি পর্যন্ত রাস্তাটি সংস্কার না করে রাস্তার বিভিন্ন অংশ খুড়ে রাখা হয়েছে। যাতে করে প্রতিদিন স্কুলগামী শিশু শিক্ষার্থী ও এলাকাবাসীর যাতায়াতে সমস্যায় পড়তে হয়।
এদিকে একটু বৃষ্টি হলেই শিশু শিক্ষার্থীদের জামাকাপড় নষ্ট হয়ে যায় সে কারনে স্কুলে যেতে পারে না তারা।তাছাড়া কোন মহিলা বা পুরুষ যদি অসুস্থ হয়ে পরে তবে রাস্তা খারাপের কারনে এ্যম্বুলেন্স পর্যন্ত ডুকতে পারে না।তাই এবছর বৃষ্টি শুরু হওয়ার আগেই যেন রাস্তাটি সংস্কার করা হয় তার দাবি জানান শিক্ষার্থী ও এলাকাবাসী।
এসময় মানববন্ধনে ১৭৪ নং পশ্চিম হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শাহজাহান, মামুন, মাহাবুব মুন্সি, আব্বাসসহ কয়েকশত নারী পুরুষ উপস্থিত ছিলেন
Comments