রোড ইনচার্জের অভিযোগে নীলাচল পরিবহনের ঘাট পরিচালকসহ গ্রেফতার ৩

মানিকগঞ্জের শিবালয় থানাধীন পাটুরিয়া বাসস্ট্যান্ডে নীলাচল পরিবহনের বাস থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগে ঘাট পরিচালকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন– মো. জসিম খান (৪০), মো. সুরমান খান (৩৮) ও নুরুল আলম ওরফে বাবু (৫৭)।
শিবালয় থানা সূত্রে জানা গেছে, বুধবার (১৬ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাটুরিয়া ঘাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরদিন বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া জসিম খান মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার দাশকান্দী এলাকার মৃত কুদ্দুস খানের ছেলে, সুরমান খান একই উপজেলার মৃত মহর খানের ছেলে এবং নুরুল আলম সিরাজগঞ্জের হরিণা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
নীলাচল পরিবহনের পাটুরিয়া-চট্টগ্রাম রুটের ইনচার্জ মো. মহিবুর রহমান সুমনের দায়ের করা অভিযোগে বলা হয়, প্রতিদিন এই রুটে ১০০ থেকে ১১৫টি বাস চলাচল করে। দীর্ঘদিন ধরে অভিযুক্তরা চালকদের ভয়ভীতি দেখিয়ে প্রতিটি বাস থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিলেন। ৯ এপ্রিল পরিবহন কর্তৃপক্ষ চাঁদা দেওয়া বন্ধের সিদ্ধান্ত নিলে, অভিযুক্তরা ১৬ এপ্রিল পুনরায় জোরপূর্বক চাঁদা আদায় শুরু করে এবং রোড ইনচার্জকে হুমকি দেয় যে, চাঁদা না দিলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা প্রতিদিন গড়ে ১০-১২ হাজার টাকা এবং মাসে প্রায় ৩ থেকে ৩ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করতেন।
এ ঘটনায় বাদীর অভিযোগের ভিত্তিতে শিবালয় থানায় মামলা (এফআইআর নং–৬) দায়ের করা হয়েছে। মামলাটি ২০১৯ সালের আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন এর ৪/৫ ধারায় রুজু করা হয়। মামলার তদন্ত করছেন এসআই সুমন চক্রবর্তী।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
Comments