বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করল ইসলামী বিশ্ববিদ্যালয়

'এবারের বৈশাখের স্বপ্ন-শপথ, আগামীর বৈষম্যহীন বাংলাদেশ' স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উদযাপিত হয়েছে 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা''।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে শোভাযাত্রা শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলা মঞ্চে শেষ হয়।
এসময় বাংলা মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঙালির ইতিহাস, গ্রামবাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলে মনোজ্ঞ অনুষ্ঠান পরিবেশন করা হয়।
অনুষ্ঠানটি বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মনজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, 'আজকে যে মুক্তমনে বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হলো, এটি পরিবর্তিত বাংলাদেশের ফলাফল। ইংরেজি আমাদের নিজস্ব সন নয়, আরবি আমাদের মুসলমান হিসেবে সেখানে অংশগ্রহণ আছে, তবে বাংলা আমাদের আজন্মকালের বর্ষবরণ। এ জন্য বাংলা বর্ষবরণের সময় আমরা নেচে, গেয়ে আনন্দ উচ্ছ্বাসে উদ্বেলিত হই। আজকের আবহাওয়াটা কালবৈশাখীর কিছু আহ্বান জানাচ্ছে। এটি আসলে নতুনের আগমন। এই বৈশাখ যেহেতু নতুন আলোর বার্তা নিয়ে এসেছে, আমি চাই বাংলাদেশের জনতার সাথে সাথে আমাদের জীবনও আনন্দে ও উচ্ছ্বাসে ভরে উঠুক।"
উল্লেখ্য, রবিবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বাংলা নববর্ষ উদযাপন পহেলা ১লা বৈশাখ (১৪ এপ্রিল) পিছিয়ে ৩ বৈশাখ (১৬ ফেব্রুয়ারি) উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়।
Comments