খাগড়াছড়িতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের সেনাবাহিনীর সহায়তা

আকস্মিক কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হওয়া খাগড়াছড়ির দুর্গম আলুটিলা পুনর্বাসন সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।
বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ২০৩ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
এসময় খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল খাদেমুল ইসলাম, খাগড়াছড়ি রিজিয়নের জিটু-আই মেজর কাজী মোস্তফা আরেফিন ও স্থানীয় ইউপি সদস্য শান্তিময় ত্রিপুরা ছাড়াও উর্ধ্বতন সামরিক কর্মকতারা উপস্থিত ছিলেন।
এসময় আলুটিলা পুনর্বাসন সরকারী প্রাথমিক বিদ্যালয় মেরামত ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে ঘর মেরামতের জন্য নগদ আর্থক সহায়তা প্রদান করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
এসময় ক্ষতিগ্রস্থ আলুটিলা পুনর্বাসন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পরিবারগুলোর পাশে থাকার ঘোষনা দিয়ে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, সেনাবাহিনী সবসময়ই নীরিহ মানুষের যেকোন বিপদে পাশে দাড়িয়েছে। আপনাদের মানসিক শক্তি যোগাতেও আমরা এখানে এসেছি। আমরা বিশ্বাস করি সকলের সহযোগিতায় শীঘ্রই আপনারা ঘুরে দাড়াবেন।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা পুনর্বাসনপাড়া, চৌদ্দকরপাড়া ও হৃদয় মেম্বারপাড়ার ওপর দিয়ে এই কালবৈশাখী আঘাত হানে। ঝড়ে বাঁশ, টিন দিয়ে তৈরি নির্মিত ৪৫টি পরিবারের ঘরের চাল উড়ে যায়। এসময় ঝড়ে উড়ে যায় আলুটিলা পুনর্বাসন সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনের অর্ধেকেও বেশী চালা। বই-খাতা, ফ্যান, সোলার প্যানেল, বোর্ডসহ আসবাবপত্র নষ্ট হয়ে গেছে।
Comments