বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান

বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৬ এপ্রিল বুধবার, দুপুরে জেলা পরিষদ এর আয়োজনে শহরের শালতলাস্হ জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক আহমেদ কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন।
জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ভাষ্কর দেবনাথ বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাদিয়া ইসলাম, স্হানীয় সরকার বিভাগের উপপরিচালক ডা. মো. ফকরুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান,স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামান,বাগেরহাট প্রেসক্লাব এর সভাপতি মো. কামরুজ্জামান, সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম।
অনুষ্ঠানে ২০২৫ সালে বাগেরহাট জেলা থেকে মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ৩১ শিক্ষার্থী প্রত্যেককে ১০,০০০ এবং ২০২৪ সালের এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ৩২৩ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ৫,০০০ টাকা করে মোট সতের লক্ষ সত্তুর হাজার টাকা এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।।
Comments