জুলাই আন্দোলনে নিহত পরিবারের মাঝে আর্থিক অনুদান

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাগেরহাটের নিহত পরিবারের মাঝে জেলা পরিষদ এর পক্ষ থেকে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বাগেরহাট জেলা পরিষদের আয়োজনে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আর্থিক অনুদান প্রদান ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ পরিবারগুলির হাতে অনুদান ও উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক আহমেদ কামরুল হাসান।
জেলা পরিষদ এর প্রধান নির্বাহী ভাষ্কর দেবনাথ বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির শেখ আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান,জামায়াত নেতা মনজুরুল হক রাহাদ প্রমুখ।
এ সময়ে জেলা পরিষদ এর পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় নিহত বাগেরহাটের শহীদ পরিবারের মাঝে দুই লক্ষ টাকা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। শহীদ পরিবারের সদস্যগন এসময়ে উপস্হিত থেকে এই অনুদান ও উপহার সামগ্রী গ্রহন করেন। ভবিষ্যতেও জেলা পরিষদ শহীদ পরিবার এর পাশে থাকবে বলে জানান জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক আহমেদ কামরুল হাসান।
Comments