পাঁচবিবিতে মেয়র প্রার্থীকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডলকে হত্যার উদ্দেশ্যে গুলি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পাঁচবিবি উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে রেলস্টেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে সন্ধায় বারোয়ারী মন্দির চত্তরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন, সাবেক ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল, আটাপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি নওশাদ আলী মন্ডল, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেড়ে আওয়ামী লীগের দোসর পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা ও তার স্বামী শাহ কামাল রাসেল তাদের ভাড়া করা কিলার বাহিনী দিয়ে এই হামলা করেছে। অবিলম্বে তাদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলন করা হবে।
এ ঘটনায় সাবেকুন নাহার শিখা ও তার স্বামীসহ ৫জনকে আসামীকে করে পাঁচবিবি থানায় মামলা দায়ের হয়েছে।
Comments