অর্ধযুগ পর চ্যাম্পিয়নস লিগের সেমিতে বার্সেলোনা

চার গোলের ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় লেগ খেলতে নামা ডর্টমুন্ড নিজেদের মাঠে লড়াই করেছে বুক চিতিয়ে,মাথা উঁচিয়ে। ঘরের মাঠ সিগনাল ইদুনা পার্কে বার্সার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে তারা। তবে দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে এগিয়ে থাকায় শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। এর মধ্য দিয়ে দীর্ঘ ছয় বছর পর চ্যাম্পিয়নস লিগের শেষ চারে উঠল কাতালান ক্লাবটি।
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মঙ্গলবার (১৫ এপ্রিল) ঘরের মাঠে বার্সার বিপক্ষে খেলতে নামে বুরুশিয়া ডর্টমুন্ড। ম্যাচের শুরু থেকেই বার্সেলোনাকে কঠিন পরীক্ষায় ফেলে দেয় ডর্টমুন্ড। কোচ কোভাচের কৌশলের সামনে বার্সার মাঝমাঠ কার্যত দিশেহারা হয়ে পড়ে। দশ মিনিটের মাথায় পেনাল্টি আদায় করে নেয় স্বাগতিকরা। সেই স্পট কিক থেকে ফরোয়ার্ড গুইরাসি 'পানেনকা' স্টাইলে গোল করে বার্সা শিবিরে প্রথম ধাক্কা দেন।
গোল হজম করার পর বলের দখল পেলেও বার্সেলোনার আক্রমণভাগের খেলোয়াড়রা সুযোগ তৈরি করতে ব্যর্থ হন। ম্যাচের আধঘণ্টা পেরিয়ে যাওয়ার পর প্রথমবার ডর্টমুন্ডের গোলমুখে শট নেয় বার্সা। এর কিছুক্ষণ পর ডর্টমুন্ড বার্সার জালে বল পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। প্রথমার্ধের শেষ দিকে বার্সা কিছুটা গুছিয়ে উঠলেও রক্ষণে ফাঁক দেখা যায়।
বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই ফের গোল হজম করে বার্সেলোনা। ৪৮তম মিনিটে কর্নার থেকে আবারও গোল করেন গুইরাসি। বার্সার রক্ষণভাগ এ সময় পুরোপুরিভাবে ভেঙে পড়ে।
৫৯তম মিনিটে ফার্মিন লোপেজের ক্রস থেকে আত্মঘাতী গোল করে বসেন ডর্টমুন্ডের ডিফেন্ডার বেনসেবাইনি। এই গোলটি বার্সাকে কিছুটা হলেও স্বস্তি এনে দেয়। যদিও তারা তখন ১-২ গোলে পিছিয়ে ছিল, তবে দুই লেগ মিলিয়ে ৩ গোলের ব্যবধানে এগিয়ে ছিল।
তবে নাটকীয়তা তখনও বাকি ছিল। ৭৫তম মিনিটে বার্সেলোনার ডিফেন্ডার আরাহোর ভুলে ডর্টমুন্ডের হয়ে গুইরাসি আরও একটি গোল আদায় করে তার হ্যাটট্রিক পূর্ণ করেন। ৩-১ গোলে পিছিয়ে যাওয়ার পর বার্সেলোনা রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে। কোচ হ্যান্সি ফ্লিকের কৌশলও যেন এ সময় আর কাজ করছিল না।
শেষ পর্যন্ত ঘরের মাঠে ডর্টমুন্ড জয় পেলেও প্রথম লেগে বড় ব্যবধানে (৪-০) পিছিয়ে থাকার কারণে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলার স্বপ্ন ভঙ্গ হয় বরুশিয়া ডর্টমুন্ডের আর ২০২৫ সালে প্রথম হারের মুখ দেখেও ছয় বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ওঠেছে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা।
সেমিফাইনালে বার্সার প্রতিপক্ষ হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ কিংবা ইতালিয়ান ক্লাব ইন্তার মিলান। সেটা নিশ্চিত হওয়া যাবে আজ রাতের ম্যাচের পর।
Comments