যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে ইন্দোনেশিয়ার সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে অবস্থানরত ইন্দোনেশিয়ান শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়া সাবধানে ব্যবহার করার আহ্বান জানিয়েছে জাকার্তা। মঙ্গলবার (১৫ এপ্রিল) দেশটির গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
ইন্দোনেশিয়ান সরকার নিজ দেশের শিক্ষার্থীদের সতর্ক করে দিয়ে বলেছে পোস্টগুলো নির্বাসন, আটক ও প্রবেশে অস্বীকৃতির কারণ হতে পারে। ট্রাম্প প্রশাসনের অধীনে অভিবাসন প্রয়োগ বৃদ্ধির ঘোষণার সঙ্গে সঙ্গে পরামর্শটি আসে।
এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে ইন্দোনেশিয়ার দূতাবাস এবং কনস্যুলেটগুলো সরকারি ভিসা পরামর্শ কার্যক্রমে সামাজিক মাধ্যম ব্যবহারের নির্দেশিকা অন্তর্ভুক্ত করেছে।
লস অ্যাঞ্জেলেসে ইন্দোনেশিয়ান কনস্যুলেট জেনারেল ফেসবুকে বলেছেন, 'আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো পরিচালনা করার ক্ষেত্রে বুদ্ধিমান হোন। এমন পোস্টগুলো এড়িয়ে চলুন যা ভুল ধারণা বা আইনি পরিণতির কারণ হতে পারে।'
শিক্ষার্থীদের যথাযথ অনুমোদন ছাড়া কাজ না করার এবং পূর্ণ-সময়ের শিক্ষার্থীর মর্যাদা বজায় রাখার জন্যও স্মরণ করিয়ে দেয়া হয়। এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এবং রাজ্য আইন মেনে চলার গুরুত্বের ওপর জোর দিয়েছে কর্তৃপক্ষ।
ট্রাম্প বিদেশি নাগরিকদের লক্ষ্য করে কার্যনির্বাহী পদক্ষেপে সই করেছেন। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি "বিদ্বেষপূর্ণ মনোভাব" হিসাবে দেখা যায় এমন কার্যক্রম থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে মার্কিন প্রশাসন। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনিপন্থি বিক্ষোভে যোগদানকারী কিছু বিদেশি ছাত্রকে নির্বাসন দেয়া হয়েছিল।
Comments