গোপালগঞ্জে আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মবার্ষিকী পালিত

গোপালগঞ্জে আলোচনা সভা, কেক কাটা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো'র ৫৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। আলোচনা সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
আজ মঙ্গলবার (১২ আগষ্ট) দুপুরে প্রেসক্লাব গোপালগঞ্জের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কাউন্সিলের উপদেষ্টা মুশফিকুর রহমান রেন্টু। প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান, গোপালগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মন্জুরুল আলম চৌধুরী বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং অসহায় ও দরিদ্রদের মাঝে তবারক বিতরণ করা হয়।
প্রধান অতিথি ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কাউন্সিলের উপদেষ্টা মুশফিকুর রহমান রেন্টু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো দেশের ক্রীড়া অঙ্গনকে শক্তিশারী করতে কাজ করে গেছেন। তার অবদানের জন্য আজ দেশের ক্রীড়া সংগঠনগুলো শক্ত অবস্থানে রয়েছে।
Comments