রিশাদের দারুণ পারফরম্যান্সে টানা দ্বিতীয় জয় লাহোরের

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্বপ্নের মতই সময় পার করছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। রিশাদের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে পিএসএলে করাচি কিংসকে ৬৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে লাহোর কালান্দার্স।
করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে মঙ্গলবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে লাহোর কালান্দার্স। লাহোরের দুই ওপেনার ফখর জামান ও ড্যারিল মিচেলের ঝড়ো হাফ সেঞ্চুরির কল্যাণে ২০১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় লাহোর। ফখর ৪৭ বলে ৭৬ এবং মিচেল ৪১ বলে ৭৫ রানের ইনিংস খেলেন।
জবাবে ২০২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় করাচি। ইনিংসের প্রথম ওভারেই শাহীন শাহ আফ্রিদি ডেভিড ওয়ার্নার (০) ও জেমস ভিন্সের (০) উইকেট তুলে নিয়ে লাহোরকে দারুণ সূচনা এনে দেন। পাওয়ার প্লেতে করাচি আর কোনো উইকেট না হারালেও অষ্টম ওভারে আক্রমণে এসে প্রথম বলেই উইকেট তুলে নেন রিশাদ হোসেন। তার গুগলিতে রিভার্স সুইপ করতে গিয়ে শান মাসুদ (১৮) উইকেটকিপার স্যাম বিলিংসের হাতে ক্যাচ দেন। শুরুতে আম্পায়ার আউট না দিলেও বিলিংসের রিভিউয়ের সুবাদে উইকেটটি পায় লাহোর।
একই ওভারে নিজের দ্বিতীয় উইকেটটিও তুলে নেন রিশাদ। তার ফুলার লেংথ ডেলিভারিতে উড়াতে গিয়ে লং অনে ক্যাচ দেন ইরফান খান (৬)। নিজের প্রথম ওভারে মাত্র ১ রান দিয়ে ২ উইকেট নিয়ে করাচির ব্যাটিং লাইনআপে বড়সড় আঘাত হানেন এই তরুণ লেগ স্পিনার।
পরের ওভারে আবারও আক্রমণে এসে নিজের তৃতীয় শিকার করেন রিশাদ। এবার তার অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে জামান খানের হাতে ক্যাচ দেন আব্বাস আফ্রিদি (১)। এবারের পিএসএলে টানা দুই ম্যাচে ৩ উইকেট নিলেন বাংলাদেশি এই লেগ স্পিনার। নিজের দ্বিতীয় ওভারে মাত্র ৩ রান খরচ করেন রিশাদ। যদিও পরের দুই ওভারে কোনো উইকেট পাননি তিনি, তবে রানের লাগাম টেনে ধরে রেখেছিলেন। রিশাদ চার ওভার বোলিং করে ২৬ রানে ৩ উইকেট নিয়েছেন।
রিশাদের পাশাপাশি লাহোরের হয়ে শাহীন শাহ আফ্রিদি ৩টি এবং সিকান্দার রাজা ২টি উইকেট নেন। করাচির ব্যাটসম্যানদের মধ্যে কেবল খুশদিল শাহ (২৭ বলে ৩৯) কিছুটা প্রতিরোধ গড়েন। এছাড়া টিম সেইফার্ট (১৮), শান মাসুদ (১৮) ও হাসান আলী (২৭) রান করলেও দলের পরাজয় এড়াতে পারেননি। শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতে ১৩৬ রানে অলআউট হয়ে যায় করাচি কিংস।
এই জয়ের ফলে চলতি পিএসএলে তিন ম্যাচ লাহোর কালান্দার্স দ্বিতীয় জয় পেল। লাহোরের পরের ম্যাচ আগামী ২২ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে।
Comments