‘কৃষ ফোর’ সিনেমায় থাকছে যেসব চমক

বলিউডের অন্যতম জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি 'কৃষ'-এর চতুর্থ কিস্তি নিয়ে দর্শকদের মাঝে আগ্রহের শেষ নেই। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশ্যে এলো 'কৃষ ফোর'–এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এ কিস্তিতে থাকছে চমক আর চমক।
পিঙ্কভিলার প্রতিবেদন থেকে জানা যায়, এবার 'কৃষ ফোর'-এ একসঙ্গে তিনটি ভিন্ন চরিত্রে দেখা যাবে হৃত্বিক রোশনকে। থাকবেন তার পরিচিত বিজ্ঞানী রোহিত, সুপারহিরো কৃষ এবং এবার প্রথমবারের মতো মূল খলনায়ক চরিত্রেও দেখা যাবে তাকে। অর্থাৎ, তিনিই নায়ক, তিনিই খলনায়ক। টাইম ট্রাভেল ঘিরে আবর্তিত হবে কাহিনি—যেখানে সময়ের তিন ধাপে, অতীত, বর্তমান ও ভবিষ্যতে এগোবে গল্প।
অভিনয়ে যেমন বিস্ময়, পরিচালনায়ও এবার বড় পরিবর্তন। আগের কিস্তিগুলোর মতো এবার আর রাকেশ রোশন পরিচালনায় নেই। কারণ গত বছর তিনি আনুষ্ঠানিকভাবে পরিচালনা থেকে অবসরের ঘোষণা দেন। ফলে 'কৃষ ফোর' পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন হৃত্বিক রোশন নিজেই।
তবে নায়িকা নিয়ে কোনো পরিবর্তন আসেনি। আগের মতো এবারও 'প্রিয়া মেহরা' চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া। জানা গেছে, যুক্তরাষ্ট্রে হৃত্বিক ও প্রিয়াঙ্কার মধ্যে একান্ত বৈঠকেই বিষয়টি চূড়ান্ত হয়েছে। হৃত্বিকের পরিকল্পনা ও গল্পে মুগ্ধ হয়ে তিনি রাজি হয়েছেন 'কৃষ ফোর'-এ অংশ নিতে।
এছাড়াও আগের চরিত্রগুলোতেও থাকবে ফেরা—রেখা, প্রীতি জিনতা, বিবেক ওবেরয়কেও দেখা যাবে এবার। সব মিলিয়ে 'কৃষ ফো' হতে যাচ্ছে বলিউডে এক ঐতিহাসিক ফ্র্যাঞ্চাইজির আরও একটি চমকপ্রদ অধ্যায়।
প্রিয়াঙ্কা চোপড়ার অংশগ্রহণ, হৃত্বিকের ত্রিমাত্রিক চরিত্র এবং টাইম ট্রাভেলের নতুন মোড়—সবকিছু মিলিয়ে 'কৃষ ফোর' যে দর্শকদের জন্য দারুণ কিছু হতে যাচ্ছে এমন বলছেন ভারতের সিনেমা বিশেষজ্ঞরা।
Comments