চাকরি হারাচ্ছেন আনচেলত্তি?

রিয়াল মাদ্রিদের ইতিহাসে নিজের স্থায়ী জায়গা করে নিয়েছেন কার্লো আনচেলত্তি। এই ইতালিয়ান দুই হাত ভরে সাফল্য এনে দিয়েছেন লস ব্লাঙ্কোদের। তবে চলতি মৌসুমে রিয়ালের অধারাবাহিক পারফরম্যান্সে পায়ের নিচ থেকে ক্রমে মাটি সরে যাচ্ছে এই কিংবদন্তি কোচের। ভিনিসিউস জুনিয়র-কিলিয়ান এমবাপ্পে-জুড বেলিংহ্যামের মতো তারকায় সমৃদ্ধ দল নিয়েও ভুগতে হচ্ছে রিয়ালকে। যে কারণে চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছেন আনচেলত্তি।
লা লিগায় গত ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে হেরে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৪-এ। এরপর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের মাঠে গিয়ে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ। অর্থাৎ এই দুই প্রতিযোগিতায় রিয়ালের শিরোপা ধরে রাখার সম্ভাবনা ক্ষীণতর। কোপা দেল রে'র ফাইনালেও রিয়ালের প্রতিপক্ষ বার্সেলোনা। চলতি মৌসুমে দুইবারের দেখায়ই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হেরেছে রিয়াল। দুই ম্যাচে ৯ গোল হজমের বিপরীতে করেছে মোটে ২ গোল। তাই কোপা দেল রে'র ফাইনাল নিয়েও খুব বেশি আশাবাদী না সমর্থকরা।
চলতি মৌসুমে পিএসজি থেকে এমবাপ্পে যোগ দেয়ার পর কোথায় আরও অপ্রতিরোধ্য হয়ে উঠবে, উল্টো খাবি খাচ্ছে রিয়াল। তাতেই চাপ বাড়ছে কোচ আনচেলত্তির ওপর। ভ্যালেন্সিয়া ও আর্সেনালের বিপক্ষে টানা দুই হারে খাদের কিনারায় পৌঁছে গেছেন এই ইতালিয়ান কোচ। কিংবদন্তি কোচের চাকরি সুতোয় ঝুলছে বলে জানিয়েছে রেলেভো ও মার্কার মতো সংবাদমাধ্যম।
যদিও আনচেলত্তি এখনও আর্সেনালের বিপক্ষে ঘুরে দাঁড়াবার ব্যাপারে আশাবাদী। দ্বিতীয় লেগে তার দল ঘরের মাঠে আর্সেনালকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেবে বলে বিশ্বাস করেন তিনি। কিন্তু রেলেভোর দাবি, গত মৌসুমের মতো কোনো মিরাকল ঘটাতে না পারলে চাকরি হারাতে চলেছেন এই কিংবদন্তি কোচ। মার্কাও জানিয়েছে, আর্সেনালের কাছে হেরে বাদ পড়লেই কপাল পুড়বে আনচেলত্তির।
এদিকে রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের ঘনিষ্ঠ সাংবাদিক হোয়াকুইন মারোতো রামন দে মনের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই গ্রীষ্মেই মাদ্রিদ ছাড়বেন ৬৫ বছর বয়সী আনচেলত্তি।
তিনি বলেন, 'আমি বিশ্বাস করি, আনচেলত্তি আগামী মৌসুমে থাকবেন না এবং ক্লাব বিশ্বকাপ পর্যন্ত তার থাকার কোনো মানে হয় না।' অর্থাৎ ক্লাব বিশ্বকাপের আগেই রিয়ালের হটসিট থেকে সরে যেতে পারেন এই ইতালিয়ান।
আনচেলত্তির উত্তরসূরি হিসেবে বায়ার লেভারকুসেনের কোচ জাভি আলনসোর সম্ভাবনাই বেশি দেখছেন মারোতো। তিনি বলেন, 'এমনটা হয়, সব কোচের সঙ্গেই এটা হয়, চক্রের সমাপ্তি অনিবার্য।'
জুনের মাঝামাঝি রিয়ালের সাবেক খেলোয়াড় আলনসো দলের কোচের দায়িত্ব নিতে পারেন। একই মাসে ক্লাব বিশ্বকাপ মাঠে গড়াতে পারে। কিন্তু এ ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে নিজ নিজ ক্লাবের সঙ্গে দুজনের চুক্তি। রিয়ালের সঙ্গে আরও এক মৌসুমের জন্য চুক্তিবদ্ধ আনচেলত্তি। একই অবস্থা আলনসোরও। শেষ পর্যন্ত রিয়ালের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেলে ব্রাজিলের কোচের পদে দেখা যেতে পারে আনচেলত্তিকে।
Comments