ইসরায়েলের হামলায় এবার আগুনে প্রাণ গেল ঘুমন্ত ২ সাংবাদিকের

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংসতা যেন আর থামছেই না। সোমবার (৭ এপ্রিল) উপত্যকার খান ইউনিসের নাসির হাসপাতালে সাংবাদিকদের একটি তাঁবুতে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এ হামলায় দুই সাংবাদিক নিহত হয়েছেন এবং আরও সাতজন সাংবাদিক আহত হয়েছেন। খবর আল জাজিরার।
ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার এবং কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, নিহতরা হলেন—হেলমি আল-ফাকাওয়ি ও ইউসুফ আল-খাজান্দার। এ ছাড়া সাংবাদিক হাসান এসলাইহ, আহমেদ আল-আঘা, মুহাম্মদ ফায়েক, আবদুল্লাহ আল-আত্তার, ইহাব আল-বারদিনি এবং মাহমুদ আওয়াদ আহত হয়েছেন।
আল জাজিরা জানায়, খান ইউনিসের নাসের হাসপাতালের কাছাকাছি স্থাপিত সাংবাদিকদের একটি তাঁবু লক্ষ্য করে এই প্রাণঘাতী হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাংবাদিক হিলমি আল-ফাকাওয়ি, যিনি কুদস নিউজ নেটওয়ার্কের হয়ে কাজ করতেন। হামলায় গুরুতর দগ্ধ হন আরেক ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর।
সারাদিন ইসরায়েলি বিমান হামলা কভার করার পর ক্লান্ত হয়ে রোববার রাতে ঘুমিয়ে পড়েন ৩৩ বছর বয়সী ফটোগ্রাফার আবেদ শাত। তিনিও ওইসময় সেখানে ছিলেন এবং আহত হয়েছেন।
হামলার বিষয়ে তিনি বলেন, আমি কাছাকাছি একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দে জেগে উঠি। 'আমার সহকর্মীরা এবং আমি অবিলম্বে তাঁবু থেকে বেরিয়ে আসি। হামলাটি আমাদের পাশের সাংবাদিকদের তাঁবুতে আঘাত করেছিল। আমি দূর থেকে ছবি তুলতে শুরু করি কিন্তু আমি যখন জ্বলন্ত তাঁবুর কাছে গেলাম, আমার এক সহকর্মীকে আগুনে পুড়তে দেখলাম।
তিনি আরও বলেন, আগুনটি তীব্র ছিল। সেখানে একটি গ্যাসের ক্যানিস্টার ছিল যা বিস্ফোরিত হয়েছিল। আমি একজনকে তার পা ধরে টেনে বের করার চেষ্টা করেছি, আরও বিভিন্নভাবে চেষ্টা করেছি কিন্তু পারিনি। আগুন এত প্রবল হয়ে উঠলো আমি আর সহ্য করতে পারলাম না। আমি হঠাৎ করে সত্যিই দুর্বল বোধ করলাম এবং চেতনা হারিয়ে ফেললাম।
ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক মাধ্যম এক্সে বলেছে, তারা হাসান আবদেল ফাত্তাহ মুহাম্মাদ ইসলাইহ (এসলাইহ)-কে বন্দী করার জন্য এই হামলা চালিয়েছিল। তিনি নিজেকে সাংবাদিক হিসাবে জাহির করলেও হামাসের সদস্য ছিলেন বলে অভিযোগ করে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনী আরও বলেছে, তারা বেসামরিকদের ক্ষতি করার সম্ভাবনা কমাতে পদক্ষেপ নিয়েছে কিন্তু কেন তারা একজনকে ধরার জন্য ঘুমন্ত সাংবাদিকদের একটি তাঁবুতে বোমা হামলা করেছে তা ব্যাখ্যা করেনি।
সাংবাদিকদের বিরুদ্ধে হামলা নতুন কিছু নেই। ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেটের মতে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০০ জনেরও বেশি সাংবাদিক এবং মিডিয়া কর্মী ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন।
Comments