তুলশী গ্যাবার্ডের সফর ও বাংলাদেশ প্রসঙ্গ

নব্বই দশকে তালেবান কিভাবে ফর্ম হয়েছিলো এবং প্যাট্রোনাইজ করা হয়েছিলো- সেই ইতিহাস মনে রাখলে, তুলসী গ্যাবার্ডের বাংলাদেশ নিয়ে মন্তব্যটা কে সিরিয়াসলি নিতে হবে।
গন অভ্যূত্থান পরবর্তী ইসলামিস্ট নানা গ্রুপের কার্যকলাপ সবটাই ভারতের প্রোপাগান্ডা- এই সরলীকরণ থেকে বেরিয়ে সরকারকে এই সব গোষ্ঠীকে কঠোর বার্তা দেয়া বাংলাদেশের ভবিষ্যতের জন্যই জরুরী।
ভারতের বাংলাদেশ পলিসি হাইলি বায়াসড। এটা মেনেই আমাদের আগাতে হবে। কিন্ত একই সাথে আমাদের এটাও মানতে হবে কিছু মানুষ ধর্মের নামে উগ্রতা ছড়াচ্ছে প্রতিনিয়ত, যদিও এরা সংখ্যাগরিষ্ঠ নয়। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ভারতের আধিপত্যবাদকে যেমন রিজেক্ট করে, তেমনি ধর্মের নামে ভাংচুর, প্রতিপক্ষ দমন, ট্যাগিং কেও রিজেক্ট করে। সমস্যা হচ্ছে সরকার হয়তো ভেবে থাকতে পারে- এই গোষ্ঠির বিরুদ্ধ্বে একশন নেয়া ট্রিকি। কারণ ধর্ম যেহেতু সেন্সেটিভ তাই একশন নিতে গেলে তারা সহজেই ধর্মীয় অনুভুতির মত বায়বীয় অভিযোগের আড়ালে নিজেদের লুকিয়ে ফেলে। তার উপর আওয়ামী আমলে জংগী দমন নামে বিরোধী মতের যথেচ্ছ দমন- পুরো ব্যাপারটাকে আরো কমপ্লেক্স করে ফেলেছে।
এই মুহুর্তে আমাদের জাতীয় ঐক্য দরকার। রাজনৈতিক ভেদাভেদের উর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সবাইকে একযোগে এই ধরনের ধর্মীয় উগ্রপন্থার বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ চালিয়ে যেতে হবে। এই ক্ষেত্রে আমি অভ্যুত্থানের নেতৃত্বদান কারী গোষ্ঠীর দায়িত্ব বেশি দেখি। কিন্ত তারা মনে হচ্ছে দক্ষিণ পন্থীদের উত্থানকে ভোটের রাজনীতিতে ক্যাশ করবে নাকি তাদের সংগ ত্যাগ করে বার্তা দিবে- সেই সিদ্ধান্ত নিতে কনফিউজ। আর পতিত আওয়ামী লীগের এই ক্ষেত্রে আশকারা থাকার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না।
সামনের দিনগুলো সরকার ও বর্তমানে ক্রিয়াশীল রাজনৈতিক দল উভয়ের জন্যই জটিল। প্রতিটা মবের ঘটনা স্থানীয় ও আন্তর্জাতিক ভাবে ডকুমেন্ট হচ্ছে। এইসব ঘটনাকে আইনের আওতায় এনেই একমাত্র সরকার আন্তর্জাতিক বিশ্বকে বার্তা দিতে পারে। যদিও সেখানে সরকারের দূর্বলতা আমাদের জন্য বিপদাপন্ন অবস্থা তৈরি করছে। সবকিছুতে পতিত আওয়ামী লীগের পুর্নবাসনের ভূত না খুঁজে, আগে সত্যিকারের দায়ীদের খুজে বের করে শাস্তি নিশ্চিত করাই পারে আমাদের জাতীয় অবস্থানকে শক্তিশালী করতে।
আমরা অনেক বিশৃংখল সময় পার করে এসেছি, সেগুলো প্রাইস কিভাবে চুকাতে হবে জানি না, তবে আর যেন এসব ঘটনা না ঘটে। যেগুলোর ফায়দা ভারত ও তুলসী গ্যাবার্ডের মত গ্লোবাল মাস্টারমাইন্ডরা না নিতে পারে সে ব্যাপারে আমাদের সচেষ্ট হতে হবে।
শিক্ষক, নর্থ সাউথ ইনভার্সিটি
Comments