পাকিস্তানে ট্রেনে জিম্মি সংকটের সমাধান, নিহত ২৮ সৈন্য

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জিম্মি করা ট্রেনের সব যাত্রীকে সফলভাবে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এই অভিযানে ২৮ জন সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। গার্ডিয়ান
পাকিস্তান সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে সন্ত্রাসীদের জিম্মি করা জাফর এক্সপ্রেস ট্রেনের ৩৪৬ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। অভিযানে ৩৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে। ট্রেনের নিরাপত্তায় নিযুক্ত ২৭ জন সৈন্য সন্ত্রাসীদের হাতে নিহত হন, এছাড়া অভিযান চলাকালে আরও একজন সেনা নিহত হয়েছেন।
গত মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে বেলুচিস্তানের বোলান এলাকায় সন্ত্রাসীরা একটি রেলপথ উড়িয়ে দেয়, যার ফলে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস থেমে যায়। এই সুযোগে সশস্ত্র বন্দুকধারীরা ট্রেনটিতে হামলা চালিয়ে যাত্রীদের জিম্মি করে। রেলওয়ে কর্মকর্তাদের মতে, ট্রেনে প্রায় ৪৪০ জন যাত্রী ছিলেন।
বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসা সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করে।
জিম্মিদের উদ্ধারে পাকিস্তান সেনাবাহিনী, বিমান বাহিনী, ফ্রন্টিয়ার কর্পস ও এসএসজি যৌথভাবে অভিযান চালায়। সন্ত্রাসীরা নারী ও শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করছিল। সেনাবাহিনীর স্নাইপাররা আত্মঘাতী বোমা হামলাকারীদের হত্যা করে একের পর এক বগিতে প্রবেশ করে সন্ত্রাসীদের নির্মূল করেন এবং যাত্রীদের উদ্ধার করেন।
অভিযানের সময় সন্ত্রাসীরা স্যাটেলাইট ফোনের মাধ্যমে আফগানিস্তানে তাদের সমর্থকদের সঙ্গে যোগাযোগ করছিল। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় প্রায় ১০০ জন যাত্রীকে উদ্ধার করা হয়, আর বুধবার (১২ মার্চ) সকালে অবশিষ্টদের মুক্ত করা সম্ভব হয়।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, অভিযান সফলভাবে শেষ হয়েছে এবং ট্রেনের সব যাত্রী নিরাপদে উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, অভিযানের জটিলতা ছিল কারণ ঘটনাস্থল সড়ক নেটওয়ার্ক থেকে অনেক দূরে অবস্থিত।
Comments