গফরগাঁওয়ে ওসির নামে চাঁদা দাবী

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এর নামে চাঁদা দাবী করছে অজ্ঞাত একটি অপরাধী চক্র।এ ব্যাপারে ওসি সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্কমূলক পোস্ট করে সাবধান করেছেন।
সোমবার (১০ মার্চ) দুপুরের পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ফেরদৌস আলম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।
জানা যায় অজ্ঞাত একটি অপরাধী চক্র গত দুইদিন ধরে বিভিন্ন জনের কাছে ০১৩২৯০১৮৭৯৩ ও ০১৭৯৯৯৪০৫৩০ নম্বর থেকে পাগলা থানার ওসি ফেরদৌস আলমের কথা বলে চাঁদা দাবী করছিল। পরে কেউ কেউ বিষয়টি ওসিকে অবগত করেন। এ ব্যাপারে ওসি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সতর্কমূলক পোস্ট করেছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ফেরদৌস আলম বলেন সবাইকে সতর্ক থাকতে হবে। অপরাধী চক্র দায়িত্বশীল ব্যক্তিদের নামে বদনাম করছে। এদের বিরুদ্ধে প্রযুক্তির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
Comments