গাজীপুরে অ্যালুমিনিয়াম কারখানায় আগুন

গাজীপুরের মহানগরের ডুয়েট গেট এলাকায় এ্যালটেক অ্যালুমিনিয়াম নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন।
তিনি বলেন, শনিবার সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের মহানগরের ডুয়েট গেট এলাকার এ্যালটেক অ্যালুমিনিয়াম নামের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের তিনটিসহ ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন।
Comments