নেইমারের দারুণ ফ্রি কিক গোলের ম্যাচে সান্তোসের জয়

আল হিলালে মাঠেই নামতে পারছিলেন না, সৌদি ছেড়ে নেইমার এখন শৈশবের ক্লাব সান্তোসে। পুরনো ডেরায় ফিরে পুরনো ছন্দ খুঁজে পেয়েছেন তিনি। গত ২৪ ফেব্রুয়ারি ইন্তারন্যাসিওনাল দে লিমেইরার বিপক্ষে কর্নার কিক থেকে গোল করেছিলেন, যাকে বলা হয় অলিম্পিকো গোল। নেইমার এবার গোল করলেন সরাসরি ফ্রি কিকে।
কম্পেওনাতো পলিস্তার কোয়ায়ার্টার ফাইনালে ব্রাগান্তিনোকে ২-০ গোলে হারানোর ম্যাচে ফ্রি কিক থেকে নেইমার গোল করেছেন। নেইমারের এটা টানা দ্বিতীয় ম্যাচে গোল, অন্য গোলটি জোয়াও সামিথের। এর মাধ্যমে সান্তোসের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে।
সান্তোসের হয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচের ৪টিতেই হয়েছেন ম্যাচ সেরা। কম্পেওনাতো পলিস্তার কোয়ার্টার ফাইনালে সান্তোসের প্রতিপক্ষ ব্রাগান্তিনো। ভিলা বেলমেরোয় এদিনও অনবদ্য নেইমার। ম্যাচ শুরুর সাত মিনিটের মাথায় প্রতিপক্ষের ডি বক্সের বাইরে ফ্রি কিক পায় সান্তোস। ডি-বক্সের ডান প্রান্ত থেকে সরাসরি গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন নেইমার।
পুরো ম্যাচেই বল নিজের দখলে রাখার চেষ্টা করেছেন ব্রাজিলিয়ান তারকা। তবে প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি সান্তোস। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক সান্তোস। ৫৬ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোল করেন হোয়াও সামিথ। অবশ্য এই গোলের পেছনেও অবদান ছিল নেইমারের। তার কর্নার ব্রাগান্তিনোর গোলরক্ষক ঠেকিয়ে দিলে বল পান আগুস্তে, তার পাসেই জাল খুঁজে নেন সামিথ।
৭৩ মিনিটে আবারো গোলের দেখা পেতে পারতেন নেইমার। তবে ডি বক্সের বাইরে থেকে নেওয়া তার শট ঠেকিয়ে দেন ব্রাগান্তিনোর গোলরক্ষক। শেষ পর্যন্ত ২-০ গোলের সহজ জয় নিয়ে কম্পেওনাতো পলিস্তার সেমিফাইনাল নিশ্চিত করে নেইমারের দল।
Comments