বঙ্গতে দেখতে পাবেন হলিউডের সিনেমা

বাংলাদেশি দর্শকদের জন্য সুখবর নিয়ে এলো ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। সনি পিকচার্স এন্টারটেইনমেন্টকে সঙ্গে নিয়ে জনপ্রিয় ওটিটি প্লাটফর্মটি খুব শিগগিরই নিয়ে আসছে হলিউডের সেরা কিছু ব্লকবাস্টার সিনেমা।
বঙ্গ ও সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের যৌথ এ উদ্যোগ বাংলাদেশের দর্শকদের দেবে আন্তর্জাতিকমানের বিনোদনের স্বাদ।
সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক সিনেমার সঙ্গে দেশি সংস্কৃতির সংমিশ্রণে এই কোলাবোরেশন দর্শকদের দেবে অন্যরকম এক অভিজ্ঞতা। নতুন এ উদ্যোগ ভালো মানের বিনোদনের চাহিদা পূরণ করবে বলে মনে করছেন অনেকে।
বঙ্গ বলছে, সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের সাথে এই কোলাবোরেশনে আইকনিক হলিউড ব্লকবাস্টার, টাইমলেস ক্ল্যাসিক ও আরও অনেক কন্টেন্ট আসছে। এগুলো বঙ্গের দর্শকপ্রিয়তা আরও বাড়াবে।
বঙ্গতে দর্শকরা স্বল্প মূল্যে ইংরেজি ভাষায় হলিউডের সেরা অ্যাকশন, কমেডি, অ্যাডভেঞ্চার, রোম্যান্স, ও অ্যানিমেটেড সিনেমাগুলো দেখতে পারবেন।
যেমন- ভেনম: দ্য লাস্ট ড্যান্স, ২১ জাম্প স্ট্রিট, ব্যাড বয়েজ, মেন ইন ব্ল্যাক, এঞ্জেলস এন্ড ডিমনস, ক্লাউডি উইথ এ চ্যান্স অফ মীটবলস ইত্যাদি।
প্রসঙ্গত, বঙ্গ'র উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের সাথে কোলাবোরেশনে শার্ক ট্যাংক বাংলাদেশ, যা সারা দেশের দর্শকদের, বিশেষ করে উদ্যোক্তাদের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে।
Comments