বান্দরবানে ডেভিল হান্ট অপারেশনে ছাত্রলীগ নেতা গ্রেফতার
![](https://dhakajournal.com/sites/default/files/styles/big_1/public/images/2025/02/13/bandorban.png?itok=LNS0pT0z×tamp=1739457431)
অপারেশন 'ডেভিল হান্টে' বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চোচু মং মার্মা (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা দিকে উপজেলা সদরের ধুংরী হেডম্যান পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক বলেন, চোচুমং নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। অপরেশন ডেভিল হান্টএ তাকে আটক করা হয়েছে। তাহার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।আগামীকাল শুক্রবারে দুপুরে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
গত মঙ্গলবার বিকেলে শহরে পৌরসভার বাস স্টেশন এলাকা থেকে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক ঝুন্টু দাশকে আটক করে যৌথবাহিনী ।
Comments