বই প্রকাশের রজত জয়ন্তীতে পলাশ মাহবুবের নতুন ৩ বই

দেশের জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা পলাশ মাহবুব। তার লেখা বই প্রকাশের শুরু এই শতাব্দীর একদম গোড়ায় অর্থাৎ ২০০০ সাল থেকে। সেই হিসেবে এবছর পলাশ মাহবুবের বই প্রকাশের ২৫ বছর তথা রজত জয়ন্তী। এই ২৫ বছরে প্রকাশ হয়েছে ৬৬টি বই। যার মধ্যে আছে গল্প, উপন্যাস, শিশুসাহিত্য, ছড়া, রম্যরচনা ইত্যাদি।
চলতি বছর এই লেখকের ৩টি নতুন বই প্রকাশ হয়েছে। যার মধ্যে গত বছরের মেলায় তুমুল জনপ্রিয়তা পাওয়া 'পমার বচন' বইয়ের নতুন খণ্ড 'পমার বচন ২' উল্লেখযোগ্য। এছাড়াও প্রকাশ হয়েছে ভালোবাসা ও প্রেমের ছোট ছোট জীবন ঘনিষ্ট শের-এর সংকলন 'প্রেমাণুকাব্য'।
শিশু-কিশোরদের জন্য অনেক বছর ধরে 'লজিক লাবু' নামে দারুণ এক এডভেঞ্চার সিরিজ লিখছেন পলাশ মাহবুব। এবছর প্রকাশ হয়েছে লজিক লাবু সিরিজের ৭ম উপন্যাস- 'তেরো নম্বর তুলকালাম।' তিনটি বই-ই প্রকাশিত হয়েছে খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে।
'বই প্রকাশের ২৫ বছর' এর অনুভূতি সম্পর্কে পলাশ মাহবুব জানান, 'কখনো ভাবিনি একটানা ২৫ বছর ধরে বই প্রকাশ হবে। নিঃসন্দেহে অসাধারণ অনুভূতি। লেখালেখি এখন অনেকটা অভ্যাসের মতো হয়ে গেছে। অভ্যাসটা ধরে রাখার চেষ্টা করবো।'
Comments