রিয়েলিটি শোয়ে অশালীন মন্তব্য করে বিপাকে তারকা ইউটিউবার

বিভিন্ন পডকাস্ট বা রিয়েলিটি শোয়ের মতো লাইভ অনুষ্ঠানে দিন দিন যেন ছাড়িয়ে যাচ্ছে শালীনতার মাত্রা। এ নিয়ে বিতর্কেরও শেষ নেই। প্রায়ই বিভিন্ন সংবাদমাধ্যমে দেখা যায়, এসব অনুষ্ঠানে অশালীন ঘটনা ঘটছে। কখনো কখনো সরাসরি বিচারকের আসনে বসা ব্যক্তিরাও অশালীন কর্মকাণ্ড করেন।
এবার একটি রিয়েলিটি শোয়ে প্রতিযোগীর সঙ্গে মজার ছলে খুবই কুরুচিকর মন্তব্য করলেন বিচারকের আসনে থাকা এক তারকা ইউটিউবার। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে নেতিবাচক সমালোচনা ও চর্চা চলছে। সেই ইউটিউবারের নাম রণবীর এলাহবাদিয়া।
সংবাদমাধ্যমের খবর, কুরুচিকর মন্তব্য করার জন্য পশ্চিমবঙ্গের ইউটিউবার রণবীরের বিরুদ্ধে নড়েচড়ে বসেছেন সংসদ সদস্যরা। এরইমধ্যে কয়েকজন সংসদ সদস্য রণবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে সংসদীয় প্যানেল গঠন করে আলোচনা চলছে। সংসদের পক্ষ থেকে সমন পাঠানো হতে পারে।
জানা গেছে, কিছুদিন আগে 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট' নামে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তারকা ইউটিউবার রণবীর। সেখানে মা-বাবার ব্যক্তিগত মুহূর্ত নিয়েই মন্তব্য করেন। যা প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্কের ঝড়।
এ ঘটনায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, রণবীরসহ অনুষ্ঠানে উপস্থিত একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে তার রাজ্যের পুলিশ।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস বলেন, সবারই বাকস্বাধীনতা রয়েছে। তাই বলে অন্য কারও স্বাধীনতা লঙ্ঘন করার অধিকার নেই। অশ্লীলতার বিরুদ্ধেও আইন রয়েছে। আর সেই নিয়ম যারা ভাঙবে, তাদের বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা হবে।
শিব সেনা উদ্ধব শিবিরের সংসদ সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদী জানান, চলতি বাজেট অধিবেশনে সংসদে বিষয়টি নিয়ে কথা বলবেন তিনি। এ ব্যাপারে সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুরস্কার দিয়েছিলেন রণবীরকে। তার অনেক ফলোয়ার মানেই সে যা ইচ্ছে তাই বলার অধিকার রাখে না।
এদিকে বিতর্ক ও বিপাকের মুখে পড়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ইউটিউবার রণবীর। তবে এরইমধ্যে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণায়ের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে। বিতর্কিত সেই অনুষ্ঠানের ভিডিও ক্লিপটিও সরিয়ে নেয়া হয়েছে।
Comments