তোফায়েল আহমেদের বাসায় হামলা, ভাংচুর ও আগুন
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ এর বাসায় হামলা ভাংচুর এবং অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার মধ্যরাতে ভোলা সদরের গাজীপুর রোড এলাকার প্রিয় কুটির বাসভবনে ভাংচুর ও আগুন দেয় ভোলার বিক্ষুব্ধ জনতা।
সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনা'র অনলাইনে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ভোলায় তোফায়েল আহমেদ এর বাড়িতে আগুন ও ভাংচুর করা হয়। এসময় বিক্ষুব্ধ জনতাকে আওয়ামী বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
এদিকে আজ বৃহস্পতিবার সকাল থেকে শহর ও আশপাশের উৎসুখ মানুষ দেখতে ভিড় জমায়।দেখতে আসা লোকজন বাসার ভেতরের আসবাব পত্র যে যা পারছে সাথে করে নিয়ে যাচ্ছে।
প্রত্যক্ষদশীরা জানান, বুধবার রাত সাড়ে ১২ টায় ভোলা শহরের বাংলাস্কুল মাঠ এলাকা থেকে বিক্ষুদ্ধ জনতার একটি মিছিল বের হয়। মিছিটি চকবাজার, নতুন বাজার ঘুরে গাজিপুর রোড যায়। এসময় মিছিলকারীরা গাজিপুর রোডের প্রিয় কুটির নামের তোফায়েল আহমেদের বাড়িতে হামলা ভাংচুরের এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। বাসার ভিতর থেকে কিছু আসবাবপত্র রাস্তায় এনে আগুন দেয় বিক্ষুদ্ধরা।
এ দিকে বৃহস্পতিবার রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের কোন বক্তব্য পাওয়া যায় নি। সদর থানার অফিসার ইনচার্জ এর মোবাইলে একাধিকার যোগাযোগ করে তাকেও পাওয়া যায়নি। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও তোফায়েল আহমেদের পরিবারের কোন সদস্যর বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনার আগে বুধবার রাত ৯টায় শেখ হাসিনা'র অনলাইনে বক্তব্য শুরু হতে না হতেই ভোলার বিভিন্ন সংগঠনের ছাত্র জনতা বিক্ষোভ মিছিল বের করে পুরো শহর প্রদক্ষিন করে।পরে কালীনাথ রায়ের বাজার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তারা।এসময় বক্তারা, শেখ হাসিনা'র দেয়া বক্তব্য কে প্রত্যাক্ষান করার জন্য জনগন কে আহবান জানান ।
Comments