চুয়াডাঙ্গায় শেখ মুজিবের মুরাল ও আ'লীগের কার্যালয় ভেঙ্গে দিয়েছে ছাত্র জনতা
গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেয়া স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণ দেয়াকে কেন্দ্র করে '২৪-এর বিপ্লবী ছাত্রজনতা' শীর্ষক একটি ব্যানার থেকে 'বুলডোজার মিছিলের' কর্মসূচির ডাক দেয়া হয় চুয়াডাঙ্গায়। প্রতিবাদকারীরা 'জ্বালো জ্বালো, আগুন জ্বালো', 'ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ফ্যাসিবাদের আস্তানা' দিল্লী না ঢাকা, ঢাকা-ঢাকা, এমন নানা স্লোগানে চুয়াডাঙ্গা শহর প্রকম্পিত করে তোলে বিক্ষুব্ধ ছাত্রজনতা।
বুধবার(৫ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১ টায় চুয়াডাঙ্গা সরকারী কলেজ থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিরোধী ম্লোগান দিয়ে প্রথমে জেলা কালেক্টর ভবনের সামনে শেখ মুজিব ও ফজিলাতুন্নেছার ম্যূলারটি গুঁড়িয়ে দেয়া হয়। এরপর চুয়াডাঙ্গা আওয়ামী লীগের জেলা কার্যালয় ভাঙচুর করে বিক্ষুদ্ধ ছাত্রজনতা।
জুলাই গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। গণ-অভ্যুত্থানের ৬ মাস ছিল গতকাল বুধবার। এ সময় উপস্থিত ছিল সদর থানা পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্য ও গণমাধ্যম কর্মীগণ।
Comments