উল্লাপাড়ায় কৃষকদের মহাসড়ক অবরোধ করে কর্মসুচি পালন
![](https://dhakajournal.com/sites/default/files/styles/big_1/public/images/2025/02/05/messenger_creation_5423520c-7641-4da5-b60d-dd223a44409e.jpeg?itok=pi5qnkQG×tamp=1738761301)
সিরাজগঞ্জের উল্লাপাড়ার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন সহ প্রতিবাদ সমাবেশ করেছে কৃষকেরা।উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের কচিয়ার বিলে অবৈধ ও অপরিকল্পিভাবে পুকুর খনন কারার প্রতিবাদে এ কর্মসুচি পালন করে তারা । বুধবার বিকেলে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দবিরগঞ্জ এলাকায় কর্মসূচি পালন করা হয়।
কর্মসুচি পালনকালে ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে বীরমুক্তিযোদ্ধা খোন্দকার তৌহিদুর রহমান,গোলাম মোস্তফা, গোলাম রব্বানী, আব্দুল আজিজ, আবু তাহের সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, রামকৃষ্ণপুর ইউনিয়নের কচিয়ার বিলে অবৈধ ও অপরিকল্পিভাবে পুকুর খনন কারার কারণে হাজার হাজার বিঘা কৃষি জমি পতিত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি । এর কারণে চৌদ্দ গ্রামে থাকা ৫টি মৌজার ১৪টি গ্রামের কৃষকের ক্ষতি হচ্ছে । তাই কৈমাঝুড়িয়া,জালশুকা, দবিরগঞ্জ ও চৈত্রহাটী সহ মৌজার ১৪টি গ্রামের কৃষকদের পতিত কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি যাতে না হয় সে দিকে প্রশাসনের ভূয়সী পালন করতে হবে।
এসময় তারা আরও বলেন, এরপরও যদি ক্ষতিগ্রস্ত কৃষকদের যৌক্তিক দাবি পুরণ করা না হয়,তাহলে আগামীতে মহাসড়ক অবরোধ সহ বৃহত্তর কর্মসুচী ঘোষণা করা হবে।
এদিকে মহাসড়ক অবরোধের করে কৃষক কর্মর্সূচি পালন করার ফলে দীর্ঘ জানজটের সৃষ্টি হয়। সংবাদ পেয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা খোন্দকার তৌহিদুর রহমান এর সাথে মোবাইল ফোনে কথা বলে ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। পরে বিক্ষুব্ধ কৃষকরা অবরোধ তুলে নেন।
Comments