মাদারগঞ্জের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, কল রেকর্ড ফাঁস
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা ছাত্র দলের যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম খান সৌরভ গত উপজেলার বালিজুড়ি বাজারের মনোহর আলী নামের এক মোবাইল ফোন ও ইলেকট্রিক ব্যবসায়ীর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে চাঁদা না দিলে ১০/ ১২ তার দোকানে হামলা করে, তাকে পিটিয়ে মারাত্মক আহত করে।
পরে তার কাছে ফোন করে ২ লাখ টাকা চায়। এই ফোনের কথার রেকর্ডের কথোপকথনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ভুক্তভোগী মনোহর আলী জানান, তিনি অনেক দিন থেকে বালিজুড়ি সিনেমা হল সড়কে তিনি মোবাইল ফোনের শো রুম দিয়ে ব্যবসা করে আসছিলেন। এমতাবস্থায় উপজেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক পৌর এলাকার চাঁদপুর গ্রামের লুলু খানের ছেলে সৌরভ দলবল সহ তার দোকানে ঢুকে ২ লাখ টাকা চাঁদা দাবী করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে সৌরভ দোকান থেকে তাকে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক আহত করে। পরে ভুক্তভোগী দৌড়ে জীবন বাঁচালে তারা দোকান ভাঙচুর করে চলে যায়।
পরে সৌরভের মোবাইল ফোন থেকে একের পর ফোন দিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবী করে। এরকম একটি ফোন রেকর্ড মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এ ব্যাপারে মনোহর থানায় যেয়ে মামলা দায়ের করতে ভয় পাচ্ছেন ভুক্তভোগী।
অভিযুক্ত নাজমুল ইসলাম খান সৌরভের যোগাযোগ করতে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
তবে তার নিজের ফেসবুকে এ ব্যাপারে থানার জিডির একটি কপি দিয়ে নিজেকে নির্দোষ দাবী করেছেন।
Comments