মুক্তাগাছায় শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার
ময়মনসিংহের মুক্তাগাছায় ফসলের ক্ষেতে গর্ত থেকে মো. রিফাত (১৩) নামের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দুল্লা ইউনিয়নের নরকুনা গ্রামের সরিষা ক্ষেতের পাশে ফসলের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. রিফাত একই গ্রামের নরকুনা মধ্যপাড়া এলাকার মফিজুল ইসলামের ছেলে। রিফাত মাঝেমধ্যে ভ্যানগাড়ী চালাতো। বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।
তিনি বলেন, গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি তার ভ্যান গাড়িটি ছিনতাইয়ের উদ্দেশ্যে ভাড়া করে আশপাশের বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে। রাত ১০টার দিকে তাকে গলাকেটে হত্যা করে নরকুনা গ্রামের একটি ফসলের জমিতে নিয়ে গর্ত করে মরদেহটি গর্তে লুকিয়ে রাখে। পরিবারের লোকজন খোজাখুজি করে রিফাতকে না পেয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরি করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার (২ (ফেব্রুয়ারি) রাতে এ ঘটনায় জড়িত পার্শ্ববর্তী গ্রামের মিরাজ (২৩) নামের একজনকে আটক করে পুলিশ।
ওসি বলেন, মিরাজকে জিগ্যেসাবাদে তার দেওয়া তথ্যমতে সকাল সাড়ে ৯টার দিকে ফসলের জমির গর্ত থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Comments