আসছে অধম নূর ইসলামের গল্পগ্রন্থ ‘ভালোমেয়ে’

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে তরুণ লেখক অধম নূর ইসলামের নতুন গল্পগ্রন্থ 'ভালোমেয়ে'। বইটি প্রকাশ করছে বাংলার প্রকাশন। প্রচ্ছদ করেছেন ইমন খান শাকিল।
প্রকাশক জানান, 'ভালোমেয়ে' বইটি বইমেলায় প্রকাশনীর ৮২০-৮২১ নম্বর স্টলে পাওয়া যাবে। বইটির মলাট মূল্য ২৫০ টাকা। এরই মধ্যে রকমারিতে প্রি-অর্ডার শুরু হয়েছে।
'ভালোমেয়ে' অধম নূর ইসলামের ৬ষ্ঠ বই। অধম নূর ইসলাম বলেন, 'করোনাকাল, প্রেম, দেশ, সমাজ নিয়ে রচিত গল্পগুলো স্থান পেয়েছে 'ভালোমেয়ে' গল্পগ্রন্থে।'
সাহিত্যের প্রতি অনুরক্ত থেকে জীবনের বাস্তবতা এবং সমাজের নানামুখী অবস্থা নিয়ে উল্লেখযোগ্য কবিতা রচনা করেছেন অধম নূর ইসলাম। তিনি কর্মজীবনের পাশাপাশি লেখালেখি করছেন।
অধম নূর ইসলামের প্রকাশিত বইসমূহ হলো- 'কেমন জানি লাগে', 'নয় আমার কথা', 'পুরুষ নয় মানুষ হও', 'লেজ ছাড়া কুকুর', 'মাটির তৈরি ফুল'।
Comments