বিপিএলে তৃতীয় জয় পেলো ঢাকা ক্যাপিটালস
বন্দরনগরী চট্টগ্রামে বিপিএলের মাঠে খেলছে চিটাগাং কিংস ও ঢাকা ক্যাপিটালস। টসে জিতে চিটাগাং কিংস ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়ে ঢাকা ক্যাপিটালসকে ১৪৯ রানের টার্গেট দেয়। অপরদিকে এগারো বল ৮ উইকেট হাতে রেখে আসরের তৃতীয় জয় পায় ঢাকা ক্যাপিটালস। পয়েন্ট টেবিল সমীকরনে ম্যাচের আগে ঢাকার অবস্থান ছিল তলানিতে, অন্যদিকে চিটাগাং কিংস আট ম্যাচে ৫ জয়ে দ্বিতীয় স্থানে।
বুধবার (২২২ জানুয়ারি) দুপুরের ম্যাচে চিটাগাং কিংসের পাওয়ার প্লে থেকেই দুই ওপেনার দেখে খেলেন। তাদের ঝুলিতে পাওয়ার প্লে ছয় ওভারে আসে মাত্র পাঁচ রান রেটে ৩০ রান। দলীয়ভাবে ব্যাটাররা ১০ ওভারে এক উইকেট হারিয়ে ৬১ রান সংগ্রহ করে। এদিকে ঢাকার বোলাররা তাদের চেপে ধরে।
ইনিংসের প্রথমে সাত ওভারের শুরুতে এসে উইকেট পায় ঢাকার বোলার মোসাদ্দেক হোসেন। শতকের গণ্ডি পার করতেই চিটাগাং কিংসের খরচ হয় ৪ ব্যাটার এবং ১৪ ওভার ২ বল। শেষ ছয় ওভারে চিটাগাংয়ের সংগ্ৰহ ৫১ রান, অবশেষে ছয় উইকেট হারিয়ে ঢাকাকে ১৪৯ রানের টার্গেট দেয়।
বোলিংয়ে ঢাকার মোসাদ্দেক ও নাজমুল ইসলাম দুটি করে উইকেটের পতন ঘটায়। কিন্তু অভিজ্ঞ বলার মোস্তাফিজুর রহমান ছিলেন মিতব্যয়ী।
জবাবে ধুঁকতে থাকা ঢাকা ক্যাপিটালস শুরুটা করে টি-টেন খেলার ন্যায়। ওপেনার লিটন কুমার দাস ও তানজিদ তামিম প্রথম ছয় ওভারে কোনো উইকেট না দিয়ে ৫৭ রান করেন।
এদিকে রান না পাওয়ায় আলোচনা ও সমালোচনায় থাকা জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস শেষ পাঁচ ম্যাচে রান পেয়েছেন। নবম ওভারে এসে পাক বোলার হোসাইন তালাতের বলে লিটন দাস শটে নিতে গিয়ে আউট হয়ে যান।
তানজিদ তামিম ২৮ বলে ঝড়ো ফিফটি এবং ৫৪ বলের নব্বই রানের ভর করে ঢাকা ক্যাপিটালস ম্যাচটি জিতে নেয়।