তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কমকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত।
কর্মশালায় বক্তব্য রাখেন-উল্লাপাড়ার সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর, উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী, উপজেলার ১৪ টি ইউনিয়নের প্রশাসকদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সামছুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুল ইসলাম মোগল, বৈশম্য বিরোধী ছাত্র সমন্বয়ক মাসুম আনাম, ইয়াসিন তালুকদার রহিত, শিক্ষক সেরাজুল ইসলাম, মাই টিভির উল্লাপাড়া প্রতিনিধি আনিছুর রহমান লিটন, দৈনিক ইত্তেফাক পত্রিকার এ আর জাহাঙ্গীর বক্তব্য প্রদান করেন।
এছাড়াও উপজেলা প্রৌকশলী আবু সায়েদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা বশির উদ্দিন, সমবায় কর্মকর্তা মারুফ হোসেন সহ আরো অনেকে।
কর্মশালায় বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা এ পৃথিবী বদলে দিবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এছাড়াও ১৪টি ইউনিয়নের ছাত্র প্রতিনিধিরা প্রশাসকদের কাছে লিখিত আকারে দাবি জানিয়েছেন। এবং সেই দাবিগুলো প্রশাসকরা কর্মশালায় তুলে ধরেন।
পাশাপাশি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয় কর্মশালা থেকে।কর্মশালায় শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।