নাটোরে অবৈধ ফিসমিল কারখানায় অভিযান; ২ কোটি টাকার পন্য জব্দ
নাটোরে একটি অবৈধ ফিসমিল কারখানায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার মালামাল জব্দ সহ কারখানাটি সিলড করে দিয়েছে টাস্কফোর্স। গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সহায়তায় মঙ্গলবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন, সদর উপজেলা মৎস্য বিভাগ ও পুলিশ নাটোর শহরের বলাড়িপাড়া এলাকায় আলফা বায়োটেকনলজি লিমিটেড নামে মৎস্য খাদ্য রিপ্যাকিং কারখানায় অভিযান চালায়।
গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া এলাকার রিপন বিশ্বাস নামে এক ব্যক্তি দুটি বাড়ি ভাড়া নিয়ে কারখানাটি গড়ে তোলেন। এখানে মাছের ৩১ প্রকার খাদ্য ও ওষুধ রিপ্যাকিং করা হতো। অভিযানের সময় বৈধ কোন কাগজ পত্র দেখাতে না পারায় পন্য জব্দ করে কারখানাটি সিলড করে দেয়।