সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন: মিশা সওদাগর
পর্দার দাপুটে অভিনেতা মিশা সওদাগর। ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত প্রায় কয়েক শতাধিক সিনেমায় দেখা গেছে তাকে। অধিকাংশ সিনেমাতেই খল-অভিনেতা হিসেবে অভিনয় করেছেন। আর অনবদ্য অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে যেমন জায়গা করে নিয়েছেন, একইভাবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।
অভিনয়ে নিয়মিত হলেও পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় মিশা সওদাগর। সেখানেই প্রায় বিভিন্ন সিনেমায় যুক্ত হওয়া, শুটিং শুরু কিংবা কাজ শেষ হওয়ার কথা জানিয়ে থাকেন। আবার অনেক সময় সমসাময়িক ইস্যু নিয়েও কথা বলেন।
সম্প্রতি এক পোস্টে পর্দার এ খল-অভিনেতা জানালেন, 'সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন।' কয়েকদিন আগেই ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন মিশা সওদাগর। সেখানেই এমনটা জানিয়েছেন তিনি।
এ অভিনেতা ক্যাপশনে লিখেছেন, 'সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন। তবে হাসি মুখে পরিস্থিতি মেনে নিয়ে চেষ্টা করতে দোষ কী? সবাই ভালো থাকুক।'
এদিকে মিশা সওদাগরের এ পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের। সেখানে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, সুন্দর কথা বলেছেন। আপনিও ভালো থাকুন। আবার কেউ লিখেছেন, একদম ঠিক কথা। সত্যিকারের সুখ খুঁজে পাওয়া কঠিন হতে পারে। কিন্তু ইতিবাচক মানসিকতা ধরে রাখা জীবনের পথচলাকে অনেক সহজ করে তোলে। হাসিমুখে পরিস্থিতি মেনে এগিয়ে যাওয়াই জীবনের আসল সৌন্দর্য। সবাই ভালো থাকুক, সুখে থাকুক, এটাই তো সবচেয়ে বড় চাওয়া।