দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় সিভিও পেট্রোকেমিক্যাল
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদন অনুসারে মুনাফায় রয়েছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেষ হওয়া দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর'২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৬ পয়সা। যা গত বছর একই সময়ে হয়েছিল ৬৬ পয়সা। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর'২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৮৮ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭৮ পয়সা। শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহ ছিল ২ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ৭৮ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল ১১ টাকা ১৯ পয়সা। যা ৩০ জুন পর্যন্ত ছিল ১০ টাকা ৩১ পয়সা।
সিভিও পেট্রোকেমিক্যাল ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি ২০২৩ সালে ৫ শতাংশ ও ২০২৪ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ১৫০ কোটি টাকা অনুমোদিত ও ২৭ কোটি ৭৭ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানির রিজার্ভ লোকসানে আছে ৩০ লাখ টাকা।