শেয়ার কেনার প্রবণতায় বাজার ইতিবাচক
গত সপ্তাহে টানা পতনের পরে চলতি সপ্তাহে ঘুরে দাঁড়িয়েছে বাজার। গতকালের ধারাবাহিকতায় আজও বাজারে সূচক, শেয়ারদর ও লেনদেনে ইতিবাচক গতি দেখা গেছে। আজ লেনদেনের শুরু থেকেই শেয়ার কেনার প্রবণতা ছিল বাজারে। যার কারণে ধীরে ধীরে বাড়তে থাকে সূচকের গতি। লেনদেনের শেষ পর্যন্ত সূচক উর্ধ্বগতিতে থাকে। দিন শেষে ডিএসইএক্স সূচক ৫০ পয়েন্ট ইতিবাচক থাকে। আগেরদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট ইতিবাচক ছিল। আজ প্রধান সূচক বেড়েছে ৫০ পয়েন্ট। ডিএসই শরীয়াহ সূচক বেড়েছে ১৫ পয়েন্ট। ডিএস৩০ সূচক বেড়েছে ২০ পয়েন্ট। লেনদেন হওয়া ৪০০ কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৪৮টির বা ৬২ শতাংশের। দরপতনে ছিল ৮১টি। অপরিবর্তিত ছিল ৭১টির দর। আগের দিনের তুলনায় লেনদেন ৫৯ কোটি টাকা বেড়ে হয়েছে ৪২৬ কোটি ৯২ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন বেড়ে দাঁড়ায় ৬ লাখ ৬১ হাজার কোটি টাকা।
আজ সূচক ৫০ পয়েন্ট ইতিবাচক করতে ভূমিকা রেখেছে ওয়ালটন, মিডল্যান্ড ব্যাংক, স্কয়ার ফার্মা, কহিনূর কেমিক্যাল, বিএসআরএম স্টিল।
খাতভিত্তিক লেনদেনে ৭৭ কোটি ৫০ লাখ টাকা লেনদেন হয়ে শীর্ষে উঠে আসে ওষুধ ও রসায়ন খাত। মোট লেনদেনের ১৯ শতাংশ হয় এ খাতে। ব্যাংক খাতে লেনদেন হয় ৪৫ কোটি টাকা। বস্ত্রখাতে লেনদেন হয় সাড়ে ৪৪ কোটি টাকা। সাড়ে ১৪ কোটি টাকা লেনদেন হয় তৌফিকা ফুডের শেয়ার। দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা। এরপরে সোয়া ১৪ কোটি টাকা লেনদেন হয় মিডল্যান্ড ব্যাংকের। দর বেড়েছে আড়াই টাকা। এশিয়াাটিক ল্যাবের প্রায় ১৩ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ১০ পয়সা। এরপরে লেনদেনের শীর্ষ তালিকায় অবস্থান করে ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স পিপি, আফতাব অটো, এডিএন টেলিকম, কহিনূর কেমিক্যাল, ফাইন ফুডস, মন্নু ফ্যাব্রিক্স।
১০ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে মিডল্যান্ড ব্যাংক। এরপরের অবস্থানগুলোতে উঠে আসে রানার অটো, জেএমআই হসপিটাল, মন্নু সিরামিক, সামিট অ্যালায়েন্স পোর্ট, ফাইন ফুডস, সোনারগাঁও টেক্সটাইল, কহিনূর কেমিক্যাল, কনফিডেন্স সিমেন্ট, শাহজিপাওয়ার। দরপতনের শীর্ষে উঠে আসে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, তুংহাই নিটিং, ভ্যানগার্ড এএমএল বিডি, ফারইস্ট ফাইন্যান্স, আরামিট সিমেন্ট।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকে একই চিত্র দেখা গেছে। সিএসসিএক্স সূচক ৫৬ পয়েন্ট ইতিবাচক দেখা গেছে। অপর সূচক সিএএসপিআই ৮৫ পয়েন্ট ইতিবাচক ছিল। লেনদেন হওয়া ২০০ কোম্পানির মধ্যে ১১৪টি কোম্পানির দর বেড়েছে, কমেছে ৫৮টির। দর অপরিবর্তিত ছিল ২৮টির।
লেনদেন হয় ২ কোটি ৫৮ লাখ টাকা। তবে সিএসইতে লেনদেন আগেরদিনের তুলনায় কমেছে ৬৮ লাখ ৫৮ হাজার টাকা। সিএসইতে লেনদেনের শীর্ষে উঠে আসে প্যারামাউন্ট টেক্সটাইল, রবি, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ, প্রভাতি ইন্স্যুরেন্স, ইউসিবি, এসএস স্টিল, ফাইন ফুডস, শাইন পুকুর সিরামিক, মন্নু সিরামিক, বিএসআরএম। দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করে খান ব্রাদার্স পিপি, জেএমআই হসপিটাল, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সামিট অ্যালায়েন্স পোর্ট। দরপতনে ছিল ডিবিএইচ মিউচুয়াল ফান্ড, আরএসআরএম স্টিল, ফারইস্ট ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্স, সিএনএ টেক্স।