মেঘনা নদীর ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মানের দাবীতে মানববন্ধন
নদী ভাঙন রোধে ও স্থায়ী বেড়ীবাধ নির্মানের দাবিতে ভোলায় মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসীরা।আজ সোমবার সকালে ভোলা সদর উপজেলার শিবপুর এলাকাবাসীর আয়োজনে মেঘনা নদী তীরবর্তী ভোলার খাল নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন ওই এলাকার শতশত মানুষ অংশ নেন।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, প্রতি বছর বর্ষাকালে মেঘনা নদী যখন উত্তাল থাকে এর তীব্র স্রোতের কারনে ব্যাপক নদী ভাঙন সৃষ্টি হয়।
ফলে প্রতিনিয়ত শত শত বাড়ি ঘড় ও ফসলি জমি নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এখন শুস্ক মৌসুমে নদী ভাঙন রোধে কাজ করার উপযুক্ত সময়। কিন্তু ভাঙন রোধে কোন কাজ করা হচ্ছে ।
অতীতে জেলা প্রশাসক বরাবর বেশ কয়েকবার স্মারক লিপি দেয়া হলেও এর কোনো প্রতিকার পাওয়া যায় নি।এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে অতিদ্রুত শিবপুর এলাকা সহ ভোলার স্থায়ী বেড়ী বাঁধের বাহিরের এলাকাগুলো সর্বনাশী মেঘনার গর্ভে বিলীন হয়ে যাবে।
তাই দ্রুত স্থায়ী বেড়ীবাঁধের মাধ্যমে ওই এলাকাগুলোকে সংরক্ষণের দাবী জানান তারা। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে এসময় আরো বক্তব্য রাখেন,শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে এম নুর হাওলাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর ইউনিয়ন জয়েন্ট সেক্রেটারি আবু জাফর, মানববন্ধন বাস্তবায়নের অন্যতম সদস্য মো.আল আমিন, মো. সেলিম, মো. ইব্রাহিম, মো. যুবরাজসহ আরও অনেকে।