বাগেরহাটে ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা উৎসব উপলক্ষে বুকষ্টল উদ্বোধন

"জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দ্বার, আগামীর দিন শুধু সম্ভাবনার" শ্লোগানকে সামনে রেখে ইংরেজী নববর্ষ উপলক্ষে দেশ ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে প্রকাশনা উৎসব ২০২৫ এর দিন ব্যাপী বুকষ্টল উদ্বোধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাগেরহাট জেলা শাখা।
১৯ জানুয়ারী রবিবার সকালে শহরের নূর মসজিদ মোড় এলাকায় জেলা ইসলামী ছাত্র শিবির এর সভাপতি হাফেজ মোর্শেদ আলম ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন।
জামায়াতে ইসলামী বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সেক্রেটারী মুহা. ইউনূস আলী,শিবির এর জেলা সেক্রেটারী আহমেদ আব্দুল্লাহ, শিবির এর বাগেরহাট জেলার সাবেক সভাপতি মো. আরিফ শেখ সহ শিবির এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এসময়ে উপস্থিত ছিলেন।
বুক ষ্টলে শিবির এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরা সহ, জুলাই আগষ্ট বিপ্লবের উপর লেখা বিভিন্ন বই,বিভিন্ন ইসলামী গ্রন্থ, তথ্যবহুল ক্যালেন্ডার, ডায়েরী বিক্রয়ের জন্য প্রদর্শন করা হয়। সকাল থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ নানান পেশাজীবিরা ষ্টল ঘুরে দেখেন ও বই, ইসলামী গ্রন্থ, তথ্যবহুল ক্যালেন্ডার সহ ডায়েরী সংগ্রহ করেন।
Comments