জিডি অ্যাসিস্ট ও মেমোরিয়াল হেলথ কেয়ার গ্রুপ তুরস্কের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
বাংলাদেশের নাগরিকদের জন্য ইউরোপের দেশ তুরষ্কের উন্নত স্বাস্থ্য সেবা এবার হাতের নাগালে।
মেমোরিয়াল হেলথ কেয়ার গ্রুপ (Memorial Healthcare Group) তুরস্কের অন্যতম শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান, বর্তমানে গ্রুপটি ১১টি হাসপাতাল এবং ৩টি মেডিকেল সেন্টারের মাধ্যমে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদান করে।
মেমোরিয়াল গ্রুপ তুরস্কের প্রথম হাসপাতাল হিসেবে জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল (JCI) স্বীকৃতি লাভ করে।
প্রতিষ্ঠানটি আইভিএফ, জেনেটিক্স, কার্ডিওভাসকুলার সার্জারি, অর্গান ট্রান্সপ্ল্যান্টেশন অনকোলজি, নিউরোসার্জারি, অর্থোপেডিকস, ট্রমাটোলজি, এবং চক্ষু রোগসহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান করে।
প্রতি বছর ১৬৭টিরও বেশি দেশের ৭৫,০০০ আন্তর্জাতিক রোগী মেমোরিয়াল গ্রুপের সেবা গ্রহণ করে। এবং আন্তর্জাতিক সকল রোগীদের জন্য ভাষা অনুবাদ, এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা, বিমানবন্দর স্থানান্তর, ভ্রমণ এবং বাসস্থানসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হয়।
জিডি এসিস্ট বাংলাদেশ ভিত্তিক একটি প্রতিষ্ঠান, যা বিদেশে ট্রিটমেন্ট এর জন্য মেডিকেল ট্যুরিজম, ভিসা প্রসেসিং, ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট, এবং ডক্টরের সেকেন্ড অপিনিয়ন (Second Opinion) সার্ভিস দেয়। এটি পেশেন্টের ট্রিটমেন্ট এর পুরো প্রসেস যেমন হসপিটাল বুকিং, থাকার ব্যবস্থা, এবং ফলো-আপ। এছাড়া, টেলিমেডিসিন ও কর্পোরেট স্বাস্থ্যসেবা প্যাকেজও প্রভাইড করে। আর এখন
তুরষ্কের ১১ টি হাসপাতালে বাংলাদেশ থেকে সবচেয়ে বড় সেবাদানকারী প্রতিষ্ঠান জিডি এসিস্টের সাথে সম্প্রতি ঢাকায় টার্কি মেমোরিয়াল হসপিটালের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমোরিয়াল হসপিটালের ইন্টারন্যাশনাল মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের পরিচালক মুরাত আয়দোয়ান, আন্তর্জাতিক মার্কেটিং ও বিজনেস ডেভলপমেন্ট এর বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ভারতের কান্টি ম্যানেজার মোহাম্মদ আলী শেহরাজ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, দুবাই ও কাতারের আন্তর্জাতিক মার্কেটিং ও বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার হোসেন সিভাহির সমেজ,
রিজিওনাল রিপ্রেজেনটেটিভ ও এডভাইজার ডা. দিব্যা নাগপাল এবং জিডি অ্যাসিস্ট এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মঈনউদ্দীন আহমেদ
চিফ অপারেটিং অফিসার শামিতা তাবাসসুম এবং শারমিন তারান্নুম, হেড অফ মেডিক্যাল ভ্যালু ট্রাভেল এন্ড ওয়েলনেস এবং সংশ্লিষ্ট সকলে।
মেমোরিয়াল টার্কির সাথে জিডি অ্যাসিস্টের এই অংশীদারিত্ব বাংলাদেশিদের জন্য বিশ্বমানের উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার সহজ সুযোগ তৈরি করবে বলে সবাই আশা প্রকাশ করেন।