যেমন হলো ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সব দেশ তাদের স্কোয়াড ঘোষণা দিলেও বাকি ছিল ভারত। ক্রিকেটপ্রেমীরা খুব স্বাভাবিক ভাবেই অধীর অপেক্ষায় ছিল ভারতের স্কোয়াড দেখার। অবশেষে সব প্রতিক্ষার অবসান ঘটিয়ে দল ঘোষণা করলো বিসিসিআই। সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের দুর্দশা কাটাতে একমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাফল্যই দিতে পারে সব সমালোচনার জবাব।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্টে হোয়াইটওয়াশ, বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে শোচনীয় হার। রোহিত শর্মা ও বিরাট কোহলির বাজে ফর্মের কারণে সাবেক খেলোয়াড়দের তীব্র সমালোচনা। গত কয়েকদিনের ভারতীয় ক্রিকেটে মাঠ এবং মাঠের বাইরের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। বড় চমক হিসেবে দীর্ঘদিন ভারতীয় দলের নিয়মিত সদস্য মোহাম্মদ সিরাজের বাদ পড়া।
গতকাল (শনিবার) রোহিত শর্মাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। জসপ্রীত বুমরাহর চোট নিয়ে সংশয় থাকলেও রাখা হয়েছে প্রাথমিক দলে। মোহাম্মদ শামি ওয়ানডে দলে ফিরলেন সেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর। ২০২৩ সালের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর আর ভারতের হয়ে খেলেননি তিনি।
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানেরমাটিতে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের ম্যাচগুলো অবশ্য আয়োজিত হবে দুবাইয়ে। ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা।