ময়মনসিংহে মাজার ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
গত ৮ জানুয়ারী ময়মনসিংহে ২০০ বছরের পুরনো হযরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ)—এর মাজার ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সুফীবাদ ঐক্য পরিষদ। বুধবার (১৫ জানুয়ারী) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করে তারা।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সুফীবাদ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজল দেওয়ান। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিচারের দাবি করেন প্রশাসনের কাছে। দেশের কোথাও যেন এমন ঘটনা না ঘটে সেই লক্ষ্যে নজরদারী বাড়ানোরও দাবি জানানো হয়।
এসময় ময়মনসিংহ বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম, মাজার হামলা ভাঙচুর তদন্ত কমিটির আহবায়ক আলহাজ্ব আমিনুল ইসলাম তরিকত, বৈষম্য বিরোধী আন্দোলনর সমন্বয়ক গোকূল সূত্রধর মানিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।