টানা চার কার্যদিবস ধরে পতন চলছেই
টানা চার কার্যদিবস ধরে পতন চলছে পুঁজিবাজারে। চলতি সপ্তাহের চারদিনই সূচকের পতন হয়। তবে লেনদেনে ওঠানামা ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সবগুলো সূচকের পতনের পাশাপাশি বেশিরভাগ কোম্পানির দরপতন হয়। লেনদেন আগেরদিনের তুলনায় বেড়েছে প্রায় ৫৬ কোটি টাকা। লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৮২টির। অপরিবর্তিত থাকে ৬৯টির দর। লেনদেন হয় ৪০৬ কোটি টাকার। এ সময় বাজার মূলধন ছিল ৬ লাখ ৫৭ হাজার টাকা। ডিএসইএক্স সূচক ৮ দশমিক ৩৪ পয়েন্ট, ডিএসইএস সূচক ১ দশমিক ০২ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৬ দশমিক ১১ পয়েন্ট পতনে ছিল।
খাতভিত্তিক লেনদেনে আজ ৬৯ কোটি টাকা লেনদেন হয়ে শীর্ষে উঠে আসে ওষুধ ও রসায়ন খাত। এরপরে বেশি লেনদেন হয় বস্ত্রখাতে। এরপরের অবস্থানে ছিল প্রকৌশল খাত। দরবৃদ্ধিতে এগিয়ে ছিল ওষুধ ও রসায়ন এবং প্রকৌশল খাত। প্রায় ১৫ কোটি টাকা লেনদেন হয়ে শীর্ষে উঠে আসে মন্নু ফেব্রিক্স। শেয়ারটির দরপতন হয় ৭০ পয়সা। খান ব্রাদার্স পিপির ১৪ কোটি টাকা লেনদেন হয়। দরপতন হয় ১২ টাকা। বি ক্যাটাগরির শেয়ারটির দর কয়েকদিন ধরে বেড়ে যাওয়াতে আজ মুনাফা তুলে নেয়ার প্রবণতায় দরপতন হয়। এশিয়াটিক ল্যাবের সাড়ে ১৩ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা। অরিয়ন ইনফিউশনের সাড়ে ১২ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৮ টাকা ১০ পয়সা। আগুনে পুড়ে যাওয়া দুইটি জাহাজ বিক্রির খবরে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২ টাকা ৫০ পয়সা দরপতন হয়।
৯ দশমিক ৩৭ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে ফুঁ ওয়াং সিরামিক। এরপরের অবস্থানগুলোতে ছিল ফু ওয়াং ফুড, এসপি সিরামিক, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, টেকনো ড্রাগ, এভিন্স টেক্সটাইল, সিলভা ফার্মা, এশিয়াটিক ল্যাব, আলিফ ইন্ডাস্ট্রিজ ও কাট্টালি টেক্সটাইল। দরপতনে ছিল সোনালি লাইফ, সি পার্ল রিসোর্ট, খান ব্রাদার্স পিপি, প্রাইম ইন্স্যুরেন্স, হামি ইন্ডাস্ট্রিজ।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে(সিএসই) সিএসইএক্স সূচক ৫ দশমিক ৭১ পয়েন্ট নেতিবাচক ছিল। তবে সিএসপিআই সূচক প্রায় ৫ পয়েন্ট ইতিবাচক ছিল। লেনদেন হওয়া ১৯৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ৮১টির, অপরিবর্তিত ছিল ২৭টির দর। লেনদেন হয় ৯ কোটি ৪০ লাখ টাকা। সিএসইতে লেনদেনের শীর্ষে উঠে আসে বেক্সিমকো। এছাড়া রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, উত্তরা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, লোভেলো, ফু ওয়াং সিরামিক, বিএসসি এ তালিকায় উঠে আসে। ১০ শতাংশ করে বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে সেন্ট্রাল ফার্মা ও ইয়াকিন পলিমার। এরপরে অবস্থান করে এএফসি অ্যাগ্রো, অ্যাকটিভ ফাইন, বেক্সিমকো গ্রিন সুকুক, খুলনা প্রিন্টিং ও প্যাকেজিং। দরপতনে ছিল মেঘনা লাইফ, সী পার্ল রিসোর্ট, শেফার্ড, প্যারামাউন্ট, মন্নু ফেব্রিক্স।