বিএনপির তালা উপজেলা শাখার মত বিনিময় সভা অনুষ্ঠিত
বিএনপির তালা উপজেলা শাখার আয়োজনে সদর ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে সভায় তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন দীর্ঘ ১৭ বছরে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগের নেতাকর্মী ও শেখ হাসিনা। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা দুর্নীতি মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল শেখ হাসিনা।
আজ সমগ্র পৃথিবী দেখেছে কাতারের রাষ্ট্রীয় বিমানে বেগম খালেদা জিয়া বিদেশের চিকিৎসার জন্য গিয়েছেন আর স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এতেই বোঝা যায় কার সম্মান কোথায়
আগামীতে তারেক রহমানকে নিয়ে বীরের বেশে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন এবং সেই অপেক্ষায় রয়েছে বিএনপি নেতাকর্মী ও দেশবাসী।