লিটনকে বাদ দেয়া ঠিক হয়নিঃ মিনহাজুল আবেদীন নান্নু
লিটনের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে, মেগা ইভেন্টের অভিজ্ঞতা থাকার সঙ্গে দুবাইয়ের উইকেট সম্পর্কে ভালো ধারণা আছে তার। সেদিক বিবেচনা করে হলেও লিটনকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখা উচিৎ ছিলো বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এছাড়া ব্যাটার সাকিবও অনেকের চেয়ে সেরা। তার না থাকা মেগা আসরে টাইগারদের জন্য ক্ষতির বলে মন্তব্য করেছেন নান্নু।
চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়ার কয়েক ঘন্টা পরই সিলেটের মাটিতে তান্ডব দেখান লিটন দাস। বাদ পড়ার জবাবটা মাঠে দেন লিটন দাস। সঙ্গে আবারও আলোচনার জন্ম দিয়েছেন ক্রিকেট পাড়ায়।
টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে, ফর্ম বিবেচনায় লিটনকে বাদ দেয়ার সিদ্ধান্তটা একেবারই অযৌক্তিক কিছু না। শেষ ৭ ওয়ানডেতে দুই অংকের সংখ্যাটা স্পর্শই করতে পারেননি তিনি। তবে, মেগা ইভেন্টে তার অভিজ্ঞতা অনেক। দুবাইয়ের উইকেট সম্পর্কেও ভালো ধারণা আছে তার। সে দিকটাও ভাবা উচিৎ ছিলো নির্বাচকদের।
বিসিবির সাবেক নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, 'প্রথম ম্যাচটা কিন্তু দুবাইতে। এরপর রাওয়ালপিন্ডিতে খেলা হবে। সেখানে বলতে গেলে ফ্ল্যাট উইকেতেই খেলা হবে। সেখানে লিটনের ব্যাটিংটা অনেক কাজে আসতো। মাঝে তার কিছু অফফর্ম গিয়েছে। সবকিছু মিলিয়ে আমি বলব, ওকে বাদ দেয়াটা ঠিক হয়নি।'
সাকিবের না থাকা নিয়েও জলঘোলা হচ্ছে অনেক। বোলিং নিষিদ্ধ হওয়ার পর ব্যাটার সাকিবকে দলে বিবেচনা করেননি নির্বাচকরা। তবে, ব্যাটার সাকিবতো অনেকের চেয়েই সেরা। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের অভিজ্ঞতা মেগা ইভেন্টে নিতে না পারার আক্ষেপ নান্নুর।
তিনি বলেন, 'সাকিব সবদিক দিয়েই ফিট, ব্যাটার হিসেবেও তাকে নেয়া যেতো। যেহেতু তামিম নেই সেক্ষেত্রে অভিজ্ঞ সাকিবকে রাখা উচিৎ ছিলো।'
চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সুযোগ মেলেনি পেসার হাসান মাহমুদ এবং শরিফুল ইসলামের। সম্প্রতি ফর্মটাও খুব একটা ভালো যাচ্ছে না দুই পেসারের। তবে, বাকি চার পেসার নিয়ে আশাবাদি সাবেক নির্বাচক।
নান্নু বলেন, 'পেস ইউনিট ভালো হয়েছে, শরিফুলে ব্যাড লাক বিপিএলে খুব একটা ছন্দে নেই। হয়তো দুটি বাঁহাতি পেসার নিতে চায়নি নির্বাচকরা।'
এদিকে, এবারের বিপিএলে চলছে রানের উৎসব। ভালো স্কোর করছেন লোকাল ক্রিকেটাররাও। যা নিয়ে সন্তুষ্টি সাবেক নির্বাচকের কণ্ঠে।